Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঈদ-পুনর্মিলন

মতলবে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঈদ-পুনর্মিলন

ভারতের কাশ্মীরের মুসলমানদের ওপর ভারতের আগ্রসানের তীব্র নিন্দা জানিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর কার্যকরি কমিটির বর্ষপূর্তি ও ঈদ পুণর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলার ছেংগারচর ইমাম ময়দান নূরীয়া মাদ্রাসা প্রাঙ্গনে সুন্নী পীর মাশায়েখ ও ওলামাদের সমন্বয়ে এ মিলন মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সভাপতি অধ্যক্ষ মাও.মো.মুফতি রফিকুল ইসলাম।

উপজেলা এর সাংগঠনিক সম্পাদক মাও.মো.শফিকুল ইসলামের সঞ্চালনায় ঈদ পুনর্মিলন ও বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাশিমপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা সিনিয়র সহ-সভাপতি মুফতি মাও.শায়খ মো.আশফাক আহম্মেদ,অধ্যক্ষ মাওলানা মো.ওয়ালী উল্লাহ সরকার,উপজেলা আ’লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান ।

আরো বক্তব্য সংগঠনের কার্যকরি কমিটির সদস্য সাংবাদিক মো.কামাল হোসেন খান, চাঁদপুর এর সহ-সভাপতি মাও.মো.মিজানুর রহমান,উপজেলা সাধারণ সম্পাদক মুফতি আহম্মদ উল্লাহ, জেলা কমিটির যুগ্ম-সম্পাদক মাও.মো.হুমায়ন কবির,উপজেলা সহ-সভাপতি মুফতি মো.ফারুক আহম্মেদ,ছেংগারচর পৌর সভাপতি মুফতি আনিসুর রহমান মাক্কী,ফতৈপুর পশ্চিম ইউনিয়ন এর সভাপতি মুফতি ইসমাইল হোসেন সিরাজী, মুফতি শফিকুল ইসলাম, অধ্যক্ষ মাও. মাসউদুর রহমান, দূর্গাপুরের সভাপতি মুফতি জাফর ইকবাল,মুফতি মাও.মো.শাহজালাল সিদ্দিকী, মুফতি লোকমান বিন আ.আজিজ।

আরো বক্তব্য দেন ছেংগারচর পৌর সাংগঠনিক সম্পাদক মাও. হাবীবুল্লাহ,মাও. মো. ইয়াছিন আত তায়েরী,মাও. ইকবাল হোসেন, সাদুল্লাপুর এর সভাপতি মাও. আবু তালেব,মাও. আমিনুল হক সরকার, এখলাছপুর ইউনিয়ন এর সভাপতি মাও.গরীব উল্লাহ, গজরার সভাপতি মাও. মো. জিয়াউল হাসান,আনোয়ার হোসেন রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় মতলব উত্তরের সভাপতি মাও.মুফতি রফিকুল ইসলাম ভারতের কাশ্মীরের মুসলমানদের ওপর ভারতের আগ্রসানের তীব্র নিন্দা জানিয়ে কাশ্মীরের মুসলমানদের অধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানান।

শেষে সারা বিশে^র মুসলমানদের বর্তমান দু:খ, দুর্দশা লাগবে বিশেষ করে ভারতের কাশ্মীরের মুসলমানদের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মুফতি মাও.হাশিমপুর দরবার শরীফের পীরসাহেব কেবলা শায়খ মো. আশফাক আহম্মেদ।

খান মোহাম্মদ কামাল
২৩ আগস্ট ২০১৯

এজি