চাঁদপুর জেলা প্রশাসনের মাসিক আইন শঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শওকত ওসমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় বক্তারা বলেন, জেলার হাজীগঞ্জ উপজেলার ডায়াগনষ্টিক সেন্টারগুলো সঠিকভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে না। এমনকি তাদের ডায়াগনস্টিকগুলোতে এ পরীক্ষার সঠিক কোন মেডিসিন নেই বললেই চলে। সারা দেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। এর জন্য স্যালাইনের ও কীটের পর্যাপ্ত পরিমান বরাদ্দ নেই। এ বিষয়ে সরকার গুরুত্ব দিয়েছেন আগামী ২/১ দিনের মধ্যেই এ ঔষধের সমাধান করা হবে। হাজীগঞ্জ উপজেলায় সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা না হওয়ার কারণে তাদেরকে সচেতন করতে হবে।
জেলা পর্যায়ের আমরা বিভিন্ন ডায়াগনস্টিকের মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেছি। পরবর্তীতে তদের নিয়ে মতবিনিময় সভা করে ডেঙ্গু রোগে আক্রান্তদের পরীক্ষা নিরীক্ষার নির্ধারিত ফি নেওয়ার জন্য বলা হয়েছে। তেমনি প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করবেন। তাদেরকে জানানো উচিত যদি কোন প্যাথলজি অধিক অর্থ নেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বক্তারা আরও বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু রোগের একটি কর্ণার খোলা প্রয়োজন। ঈদে ঢাকা থেকে মানুষজন বাড়িতে আসবে। তারা অসুস্থ হলে যেন দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়। চাঁদপুর সরকারি কলেজের রোভার স্কাউট ডেঙ্গু রোগের উপর নাটিকা উপস্থাপন করে সচেতনতা সৃষ্টি করেছে। ডেঙ্গু জ্বর যাতে বেশি বিস্তার না করতে পারে সেদিকেও দৃষ্টি রাখতে হবে। ইতিমধ্যে কেবিনেটের নির্দেশনা দিয়ে আমরা জাতির জনকের জন্মশত বার্ষিকী একটি প্রস্তাবনা প্রেরণ করেছি। ওই সিদ্ধান্তের উপরই আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করব।
এ বছর ডেঙ্গু রোগের এডিস মশার বংশ বিস্তার সবচেয়ে বেশি হয়েছে। যে হারে ডেঙ্গু রোগ ছড়াচ্ছে এতে করে দেশের মানুষ মঙ্গলজনক নয়। গত কিছুদিন আগে গুজবের ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। চাঁদপুরেও এ গুজবের ৫টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪টিতে মামলা হয়েছে। ওই মামলায় আমরা গুজবকারীদের আটকও করেছি। শিক্ষার্থীদের এসেম্বলীতে গুজব থেকে পরিত্রাণ করতে জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। আগামী কয়েকদিন পরে পবিত্র কুরবানীর ঈদ। রাস্তার উপর যেন কোন পশুর হাট বসতে না পারে এবং রাস্তার উপর গাড়ি থামিয়ে পশু উঠানো নামানো না হয় সেদিকে জেলা পুলিশ নজর রাখবে। সড়কে কোনভাবে যানজট সৃষ্টি করা যাবে না।
চাঁদপুর জেলায় ৯ জন ট্রাফিক সার্জন সহ ১২ জন কর্মকর্তা রয়েছে। এত অল্প সংখ্যক কর্মকর্তা দিয়ে যানজট নিরসন করা সম্ভব নয়। তাই কোনভাবে যেন রাস্তার উপর পশুর হাট বসানো না হয়। সিএনজি চালকরা যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেজন্য আমরা আইনগত ব্যবস্থা নেব। ঈদে মানুষ বাড়িতে আসবে তখন জ্বরে আক্রান্ত হলে ডেঙ্গু চিন্তা করে পরীক্ষা নিরীক্ষা করবে।
এ রোগী সামাল দিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সংলগ্ন যে দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং পৌর পাঠাগারকে প্রস্তুত রাখার জন্য প্রস্তাবনা দেওয়া হয়। পশুর হাটের ময়লা ও পলিথিনে বা ডাবের খোসায় পানি জমে এডিস মশার জন্ম হচ্ছে। ঢাকা চাঁদপুর নৌ পথে চলাচলকারী লঞ্চগুলোতে সবসময় যেন মশার ঔষধ স্প্রে করা হয়। লঞ্চের এসিগুলোতে পানি জমে সেখান থেকেও এডিস মশার জন্ম হতে পারে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আনোয়ারুল আজিম, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম.এ ওয়াদুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ.এস.এম দেলোয়ার হোসেন, ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা আফরোজ, এনএসআই সহকারী পরিচালক আজিজুল হক, প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক, ৭ আগস্ট ২০১৯