দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর মানুষ রাজধানীর বিভিন্ন এলাকার জামাত গুলোতে অংশ নিতে দৌঁড়াচ্ছে। এরইমধ্যে শুরু হয়েছে বৃষ্টি।
এই বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে-এমনটাই দেখা গেল ঈদের দিন সকালে।
জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৬টা থেকে ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। ঈদের প্রধান এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিসভার সদস্যরা, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তারা। নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জৈষ্ঠ পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।
নিরাপত্তার খাতিরে পুরো এলাকা সিসি ক্যামেরার পাশাপাশি এসএসএফ, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছে।
বার্তা কক্ষ
৫ জুন ২০১৯