চাঁদপুরে সৃজনশীল মেধা অন্বষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপজেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার ২ অক্টোবর সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেস হয় । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের জন্য সরকার কাজ করে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমে মেধা অন্বেষণ ও শিক্ষা সপ্তাহে মেধাবীদের পুরস্কৃত করা হচ্ছে। এটা সরকারের একটি মহতি উদ্যোগ। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির বিচক্ষনতার কারনে পড়ালেখার মান অনেক ভাল হচ্ছে। শিক্ষামন্ত্রীর মত যোগ্য ও ভালো লোক শিক্ষা মন্ত্রনালয়ের আসনে বসেছেন বলেই শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। তোমাদের মাঝ থেকেই আমরা মেধাবী বাংলাদেশ খুঁজে পাব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুমন কুমার দাস।
এ সময় চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.সিরাজুল ইসলাম,বিষ্ণুদী ইসলামিয়া আজিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও.জসিম উদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
সৃজনশীল মেধা অন্বেষণে ৪টি বিষয়ের ৩টি বিভাগে ১২ জন এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৪০টি ক্যাটাগরিতে ৭৬ জনকে পুরস্কৃত করা হয়।
মাজহারুল ইসলাম অনিক , ২ অক্টোবর ২০১৯,
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur