মতলব দক্ষিণ

লেখাপড়া ছাড়া ভবিষ্যৎ অন্ধকার : শিক্ষার্থীদেরকে এমপি রুহুল

চাঁদপুর মতলব দক্ষিণে আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘মনযোগ সহকারে পড়ালেখা করলে তোমরাই একদিন দেশের কর্ণধার হবে। উচ্চ শিক্ষা অর্জন করে দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হবে। তোমরাই হবে আগামী দিনের উজ্জল নক্ষত্র। লেখাপড়া ছাড়া ভবিষ্যৎ অন্ধকার। টাকা, পয়সা, ধন-সম্পদ ভাগাভাগি করা যায় কিন্তু শিক্ষার ভাগ কাউকে দেয়া যায় না।’

রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে বহরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতি করেছে বলেই আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত লাভ করেছে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানসম্মত পড়ালেখা উপহার দিবেন। আমি আপনাদের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করে দেবো। কোনো শিক্ষার্থী যেনো মাদকের দিকে ধাবিত না হয় যেদিকে সর্বদা শতর্ক থাকতে হবে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে পুলিশ প্রশাসনকে সহায়তা করতে হবে। আপনারা সহযোগিতা করলে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসবে এবং সমাজ ও দেশ এগিয়ে যাবে।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সোলাইমান প্রধানের সভাপতিত্বে ও সদস্য মোঃ কামাল হোসেনর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.এইচ.এম গিয়াস উদ্দিন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল।

অন্যান্যদের মধ্যে বক্তব রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ লেয়াকত আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, বহরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হান্নান খান, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রতন পাঠান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, উপাদী উত্তর ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক হেলাল বকাউল, যুগ্ম আহ্বায়ক বারেক প্রধান, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।

আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক
৩ মার্চ,২০১৯

Share