সারাদেশ

শিক্ষকদের ক্লাস টিভিতে দেখানোর কথা জানালেন শিক্ষামন্ত্রী

নামি-দামি প্রতিষ্ঠানের শিক্ষকদের ক্লাস প্রত্যন্ত অঞ্চলের স্কুলে না পাঠিয়ে বরং শিক্ষকদের ক্লাস টেভির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে দেখানোর পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি।

সোমবার (১৫ জুলাই) সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় ডিসিদের এ চিন্তার কথা জানান তিনি।

‍এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো মানের শিক্ষা ব্যবস্থা চালু করতে টিভি চ্যানেলের মাধ্যমে ভালো বিদ্যালয়ের ভালো শিক্ষকদের ক্লাসগুলো দেখাতে পারি। সেজন্য একটি শিক্ষা টিভি চ্যানেলের মতো কিছু করা যায় কি না সে বিষয়েও ভাবা যায়।’

ডা. দীপু মনি বলেন,‘এরকম টিভি করা গেলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকেরাও এ পদ্ধতি থেকে উপকার পাবেন এবং শিক্ষার্থীরাও উপকৃত হবে। শিক্ষার্থীরা সব জায়গায় অর্থাৎ যে যেখানেই থাকুক একই মান,ধরনের ও উচ্চমানের শিক্ষকদের শিক্ষাদান-পাঠদানে উপকৃত হবে।’

ডা.দীপু মনি বলেন,‘সকল স্থানে শিক্ষার মান উন্নয়নের জন্য কতগুলো দক্ষতা অর্জন করা জরুরি। যেমন বাংলা ও ইংরেজি পড়তে, লিখতে, বলতে ও শুনতে পারছে কিনা, গণিত, বিজ্ঞান,আইসিটি,মুক্তিযুদ্ধের ইতিহাসহ সাধারণ যে দক্ষতা অর্জন করা দরকার সেটুকু তারা যেন শিখতে পারে।’

উপজেলা পর্যায়ে শিক্ষা কমিটির মতো জেলা পর্যায়েও সেরকম কমিটি করা এবং মাসিক সমন্বয় সভায় বিষয়গুলো যেন উত্থাপিত হয় এবং মনিটরিংয়ের কাজগুলো যেন ভালোমতো হয়। এ বিষয়গুলো ডিসিদের বলা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, মানবিক মূল্যবোধগুলো যেন প্রাথমিক থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রোথিত করে দিতে পারি- যাতে তারা সুনাগরিক হতে পারে,ভালো মানুষ হতে পারে। এছাড়া কোচিং বাণিজ্য বন্ধ করা, নোট বই-গাইড বই যেন একেবারেই না থাকে । অবকাঠামো উন্নয়ন যেন মান সম্পন্ন হয়, খেলার মাঠ যেন নষ্ট না হয়, কারিগরি শিক্ষার দিকে আকৃষ্ট করা, শিক্ষা-প্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া,জাতীয় পতাকা উত্তোলন করা-এগুলো নিয়ে জেলা প্রশাসকদের কাজ করবার সুযোগ রয়েছে। সেগুলো নিয়ে আমরা কথা বলেছি।’

বার্তা কক্ষ
১৫ জুলাই ২০১৯

4

Share