চাঁদপুর মতলব উত্তরে অ্যাড.নূরুল আমিন রুহুল এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেছেন,‘শিক্ষাজীবন নিজেকে গড়ে তোলার সর্বোৎকৃষ্ট সময়।শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিক্ষা।’
শনিবার (৯ মার্চ) দুপুরে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন।আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মতলব উত্তর উপজেলা পরিষদের বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস।
এমপি শিক্ষার্থীদের বলেন, ‘কোন জাতীর উন্নতি করতে চাইলে শিক্ষার কোন বিকল্প নেই। তবে শিক্ষা পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। তাছাড়া একটু আন্তরিক হলে খেলাধুলাতেও জাতীয় পর্যায়ে অবদান রাখা সম্ভব। শিক্ষার্থীরা তাদের নিজস্ব স্বকীয়তায় মাধ্যমে বিদ্যালয়ের ভাবমূর্তিকে ফুটিয়ে তুলতে পারে। আর একারণে তাদেরকে সকল ধরনের মনস্তাত্বিক সীমাবদ্ধতা ও মানসিক দৈন্যতা কাটিয়ে উঠতে হবে এবং এটা সম-সাময়িকভাবে অপরিহার্য।’
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে বিশ্ব আজ হাতের মুঠোয়। আজ অবাধ তথ্য প্রবাহের যুগ। তাই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে।
চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী গোলাম রাব্বানী পাপ্পুর সভাপতিত্বে ও ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও চরকালিয়া হাইস্কুলের শিক্ষানুরাগী সদস্য ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সঞ্চালনায় এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্যাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, শাহবাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারন সম্পাদক কাজী শরীফ জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, স্কুলের আজীবন দাতা ভোটার হাজী নুরুদ্দীন পাটোয়ারী, আব্দুল মজিদ প্রধান।
এসময় অনুষ্ঠানে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনসুর আহম্মেদ, নাউরী আহম্মদয়িা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে তাজুল ইসলাম, পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, জেলা যুবলীগ নেতা গাজী শাখাওয়াত হোসেন,মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আব্দুর রব প্রধান, ম্যানেজিং কমিটির সদস্য মানসুর আহম্মেদ, মোঃ কামাল গাজী, বশির আল-হেলাল, মোঃ জহির প্রধান,মোঃ রমিজ উদ্দিন শিশির,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক আঃ হালিম,উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ তাছিন আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক দলিল উদ্দিন এবং কোরআন তেলাওয়াত করেন স্কুলের হেড মৌলভী আব্দুল্লাহ আল-মামুন উয়েসী। অতিথিবৃন্দ আলোচনা পর্ব শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন।
প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল
৯ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur