Home / চাঁদপুর / চাঁদপুর ডিএক্স স্পোর্টিং ক্লাব মিনি ক্রিকেটের পুরস্কার বিতরণ
dx-sporting-club

চাঁদপুর ডিএক্স স্পোর্টিং ক্লাব মিনি ক্রিকেটের পুরস্কার বিতরণ

চাঁদপুর ডি এক্স স্পোর্টিং ক্লাব মিনি ক্রিকেট টুনামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৯ অগস্ট শুক্রবার শহরের কতমতলা স্কুল মাঠে উৎসবমুখর আয়োজনে এই ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে চ্যাম্পিয়ান হয় ইনসাফ স্পোর্টিং ক্লাব এবং রানারআপ হয় হানটার বয়েজ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের ট্রফি তুলে দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভোমিক।

অনুষ্ঠানে বিশেষ অথিতী ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, সমাজসেবক প্রনব কুমার রায় চোধরী, ক্রিড়া সংগঠক আলমগীর হাওলাদার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক পলাশ কুমার সোম, ডি একক্স স্পোর্টিং ক্লাবেরর অর্থ বিষয়ক সম্পাদক দিপক চন্দ্র দাস প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম, ৯ আগস্ট ২০১৯