চাঁদপুরের ফরিদগঞ্জে ডাচবাংলার এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
বক্তব্যে তিনি বলেন, ‘বৃদ্ধ বয়সে অনেক বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। পেনশনের টাকা পাওয়ার পর সবগুলো ভেঙ্গে ফেলতে হবে, তা কিন্তু নয়। মৃত্যু পর্যন্ত যেনো নিজের অর্থ দিয়ে চলতে পারা যায়, এজন্য কিছু সঞ্চয় করতে হবে। বৃদ্ধ বয়সে যেনো কাউকে অবহেলার স্বীকার হতে না হয় এজন্য আমরা সঞ্চয় করবো। পিতা-মাতা বৃদ্ধাশ্রমে থাকা অত্যন্ত দুঃখের, অনেক কষ্টের।’
ব্যাংকিংখাতের অগ্রগতি সর্ম্পকে তিনি বলেন, ‘ বর্তমান সরকার দেশকে ডিজিটালাইজড করেছে। এর সুফল প্রান্তিক জনগন পেতে শুরু করেছে। বিশেষ করে ব্যাংকিংখাতে এর প্রভাব পড়েছে। বর্তমানে ব্যাংকিং সুবিধা সকলের হাতের নাগালে চলে এসেছে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী আলোচনা সভা, দোয়া ও মোনাজাত শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে নতুন শাখার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাচবাংলা ব্যাংক লি. এর কুমিল্লা জোনের রিজিওনাল ম্যানেজার মো. মোজাফফর হোসেন, চাঁদপুর শাখা ব্যবস্থাপক মো. জামাল আবু নাছের, এরিয়া ম্যানেজার চাঁদপুর মোবাইল ব্যাংকিং মো. সাখাওয়াত হোসেন।
জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পল্লী বিদ্যুতের ডি.জি.এম মো. মোখলেছুর রহমান, কাছিয়াড়া মহিলা মাদ্রসার অধ্যক্ষ মাও: জাকির হোসেন, পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসেন, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সবুজ, সম্ভাব্য মেয়র প্রার্থী মো. আকবর হোসেন মনির, ডাচ্ বাংলা ব্যাংকিং ফরিদগঞ্জ আউটলেটের সত্বাধিকারী মো. রাসেল হোসেন প্রমুখ।
প্রতিবেদক- শিমূল হাছান
২০ জুন ২০১৯