পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে এক খামারির প্রায় আটশ’ হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৯ জুন) সকালে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
খামারের মালিক আবুল কাশেম জানান, তিনি খুব কষ্ট করে দুই লাখ টাকা ঋণ করে এবং ভাতিজা আবুল হাসেমকে অর্ধেক শেয়ারে নিয়ে হাঁসের খামারটি করেছিলেন। প্রতিদিনের ন্যায় হাঁসগুলো বাড়ির পাশেই পরিত্যক্ত ধান কাটা ক্ষেতে খাওয়াতে নিয়ে যাওয়া হয়।
রোববার (৯ জুন) সকালে ঐ ধান কাটা ক্ষেতের পানি খেয়ে হাঁসগুলো অসুস্থ হয়ে একে একে মারা যায়। এতে পুরো দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেল। কে বা কারা শত্রুতা করে ঐ ক্ষেতের পানিতে বিষ প্রয়োগ করেছেন তা বলতে পারছেন না। তবে আবুল কাশেম মৃত হাঁস ময়নাতদন্ত করাবেন এবং থানায় অভিযোগ করবেন বলেও জানান।
তিনি আরো জানান, ১৭শ’ হাঁস নিয়ে তাদের খামারটি তিন মাস পর্যন্ত পরিচর্যা করা হয়। ইতোমধ্যে শফিক নামের এক বেপারীর কাছে প্রতি হাঁস দেড়শত টাকা দরে ১৭শ হাঁস বিক্রি করা হয়েছিল। রবিবার হাঁসগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার পূর্বেই বিষে আক্রান্ত হয়ে ৮ শতাধিক হাঁস মারা যায়। আবুল কাসেম কান্নাজড়িত কণ্ঠে জানান, হাঁসগুলোর মৃত্যুতে তিনি নিঃস্ব হয়ে গেছেন। কি করে যে ঋণ পরিশোধ করবেন এই নিয়ে এখন দিশেহারা।
বার্তা কক্ষ
১০ জুন ২০১৯