হাইমচর থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজডেতে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘ পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। শুধু পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই যেকোনো তথ্য পুলিশকে দেয়া আপানার দায়িত্ব্। আপনি পুলিশকে সাহায্য করলে আপনিও শান্তিতে থাকতে পারবেন।’
সোমবার (৮ জুলাই) সকাল ১১ টায় হাইমচর থানা মাঠে ওপেন হাউজ ডে আলোচনা সভায় অফিসার (তদন্ত) মো.আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও এস আই মো. সফিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী এ কথা বলেন ।
তিনি আরো বলেন, ‘ হাইমচরে আগামি সপ্তাহ হতে কোনো লাইসেন্সবিহীন অটোবাইক রাস্তায় চলবে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।’
আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সন্ত্তোষ চন্দ্র মজুমদার,ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার, কমিউনিটি পুলিশের সভাপতি মো.সাহবুদ্দিন টিটু হাওলাদার, মো.ইউসুফ জুবায়ের শিমুল, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ কোতোয়াল, হাইমচর প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুকুল ইসলাম, যুগ্ন-সম্পাদক মো.ইসমাইলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রতিবেদক : মো.ইসমাইল হোসেন
৮ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur