চাঁদপুর স্টীমার ঘাট থেকে ফেন্সিডিলসহ আটক হওয়া মাদক মামলার আসামী সুজন কর্মকার (২৭) ও নয়ন মিয়া (৩০) কে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত সুজন কর্মকার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কলেজ রোড ডাক্তার পাড়ার স্বর্গীয় বিদ্যুৎ কর্মকারের ছেলে এবং নয়ন মিয়া একই থানার পুরাবাড়ী এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টার দিকে চাঁদপুর স্টীমার ঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সুজন কে ৫৮ বোতল ও নয়নকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। পরে তাদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মুসলিম ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।
চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপ) মো. আমান উল্লাহ বলেন, মামলাটি চলমান অবস্থায় আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহন এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে এই রায় প্রদান করেন।
সরকার পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন মোক্তার হোসেন অভি।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ১ অক্টোবর ২০১৯