চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুর-মালচোয়া গ্রামে মাঝামাঝি বিলে প্রশাসনের অনুমতি ছাড়া ফসলি জমি থেকে অবৈধভাবেবালু বিক্রির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় আমিনুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
রোববার (২ জুন) সংশ্লিষ্ট ফসলি জমিতে গিয়ে জানা যা, নন্দনপুর গ্রামের দক্ষিণ পাশের বিলে আমিনুল ইসলাম মাষ্টার সম্প্রতি তার মালিকানাধীন ৭২ শতাংশ জমিতে পুকুর খননের জন্য চার পাড়ে বাঁধ দেয় এবং ওই জায়গার বালু ১৫লক্ষ টাকার চুক্তিবদ্ধ করে পাশ্ববর্তী কাদিরখিল গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মফিজুল ইসলাম,মৃত নুরুল ইসলামের ছেলে রাসেল ও একই গ্রামের আলকাছের ছেলে জালাল মিয়ার কাছে বিক্রির চুক্তি করে।
বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ড্রেজার মালিক সেলিম মিয়া ওই স্থানে বালু ভরাটের জন্য ড্রেজার মেশিন বসানোর প্রস্তুতি ও পাইপ টানার কাজ সম্পন্ন করেছেন।
ওই জমি সংলগ্ন ও আশপাশে জমির মালিকদার মজিবুল হক রেনু , রাসেল কবির, লিয়াকত হোসেন, অজিউল্যাহ ও ডা: আব্দুল মতিন ওয়ারিশ আবুল কাশেম সেলিমসহ আরো অনেকে জানান, আমিনুল ইসলাম তার ফসলি জমিতে বালি বিক্রির উদ্দেশ্যে পুকুর খননের পাঁয়তারা করছেন। ওই স্থানে পুকুর খনন করা হলে আশপাশের জমি ভেঙ্গে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম মাস্টার জানান বক্তব্য জানতে চাইলে সাংবাদিক পরিচয় শোনা মাত্রই তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে জানান, আবাদী জমিতে কোনো ভাবেই অনুমতি ছাড়া বালি উত্তোলন করা যাবে না। এ ক্ষেত্রে কেউ বালি উত্তোলনের চেষ্টা করলে বা অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
২ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur