কচুয়া

কচুয়ায় ড. মুনতাসীর মামুনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইতিহাসবিদ, গবেষক, একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক কচুয়ার কৃতি সন্তান ড. মুনতাসীর মামুনকে সম্প্রতি আইএস জঙ্গী কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় মানববন্ধন করা হয়েছে।

সোমবার(৬ মে) বিকাল ৩ টার দিকে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সর্বস্তরের শিক্ষক সমাজ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মনববন্ধনে বক্তব্য রাখেন-কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দীন চৌধুরী, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, শ্রীরামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. নুরুল আলম মজুমদার, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটওয়ারী ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা- অধ্যাপক ড. মুনতাসীর মামুনসহ অন্যান্যদের হুমকী দাতাদেরকে শিগগিরই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
৭ মে ২০১৯

Share