Home / চাঁদপুর / দালালির অভিযোগে চাঁদপুরে প্যাথলজি কর্মচারিকে মারধরের ঘটনায় মামলা
Chandpur General Hospital
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ফাইল ছবি

দালালির অভিযোগে চাঁদপুরে প্যাথলজি কর্মচারিকে মারধরের ঘটনায় মামলা

চাঁদপুরে সরকারি হাসপাতালে দালালির অভিযোগে সজিব হোসেন (২০) নামে এক প্যাথলজি কর্মচারীকে মারধর এবং ফেমাস ডায়াগনস্টিকে ভাংচুর করার অভিযোগে চাঁদপুর সদর হাসপাতালে কর্মরত সার্জারি বিশেষজ্ঞ ডাঃ মনিরুল ইসলাম সহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

ন আসামী এবং মীম ডায়াগনস্টিক সেন্টারের সত্বাধিকারী কার্তিক চন্দ্র দে ও শংকর চন্দ্র দে, কর্মচারী রানু বেগম, পাখি সহ ৫ জনকে আসামী করে চাঁদপুর মোকাম সদর আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়।মামলা নং সি আর ৭১০/১৯ ইং।

গত ৪ সেপ্টেম্বর দুপুরে চাঁদপুর সদর হাসপাতাল সংলগ্ন ফেমাস ডায়াগনস্টিক সেন্টারের প্রবেশ করে ডাঃ মনিরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে কাউকে কিছু না জিজ্ঞেস করেই গালমন্দ করে ফেমাস ডায়াগনস্টিকের কর্মচারী সজিবের ওপর অতর্কিত হামলা চালায়।

ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানার এ এস আই মোঃ হোসেন ঘটনাস্থল গিয়ে তা তদন্ত করেন। এই ঘটনায় বাদী পক্ষ অন্যান্য ডাক্তারদের সম্মমানার্থে আপোষ মিমাংসার অপেক্ষায় থাকেন। এমন কি এ নিয়ে বেশ ক,বার হাসপাতাল কর্তৃপক্ষসহ কয়েকজন চিকিৎসক উপস্থিত হয়ে মিমাংসার জন্য ঘরোয়া ভাবে বসেন। কিন্তু এতে সুরাহা না হওয়ায় বাদী পক্ষ বাধ্য হয়ে আইনকে সম্মান জানিয়ে সুষ্ঠু ও সুন্দর, প্রকৃত বিচার পাওয়ার জন্য আদালতে এ মামলা করেছেন বলে বাদী পক্ষরা জানান।

ওই ঘটনার দিন চাঁদপুর টাইমসকে ডা. মনিরুল ইসলাম জানিয়েছেন, আমাদের কাছে গরীব অসহায় রোগীরা, সেবা নিতে আসে। কিন্তু এ প্যাথলজির মালিকগণ কিছু দালাল লালন পালন করে। তাদের কাজ হচ্ছে আমরা ডাক্তাররা রোগীকে পরীক্ষা নিরীক্ষা দিলে ল্যাব গুলো অসহায় রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়। সে কারণে আমি শাসন করেছি। অন্য সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

এ সংক্রান্ত আগের প্রতিবেদনটি দেখুন- সরকারি হাসপাতালে দালালির অভিযোগে প্যাথলজী কর্মচারীকে মারধর