Home / শীর্ষ সংবাদ / মতলবে বিএনপি প্রার্থীসহ কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
jalal

মতলবে বিএনপি প্রার্থীসহ কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁদপুর-২ (মতলব) আসনের বিএনপির প্রার্থী ড.জালালের ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় জেলা বিএনপি’র আহ্বায়কের মুনিরা ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান ।

মতলব পৌরসভার সাবেক মেয়র ও চাঁদপুর-২ আসনের ধানের শীষের প্রধান সমন্বয়কারী এনামুল হক বাদল বলেন, ‘ আমাদের প্রার্থী ড.জালাল উদ্দিন রোববার (১৫ ডিসেম্বর) তাঁর নিজ বাড়িতে বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করার কথা ছিলো। পূর্বে নির্ধারিত তিনি ধানের শীষের প্রচারণা ও গণসংযোগে সুলতানাবাদ ইউনিয়নের লুধুয়া গ্রামে আসেন। সেখানে পূর্ব থেকেই আওয়ামী লীগের নেতাকর্মী ও বিপুল সংখক পুলিশ উপস্থিত ছিলো। ড.জালাল উদ্দিন তাঁর বাবা মায়ের কবর জিয়ারত করে ফেরার সময় পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় বিএনপি’র প্রার্থী ড.জালালসহ বহু নেতাকর্মী আহত হয়। অনেকের অবস্থা আশংখ্যাজনক।বর্তমানে তাঁকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বর্তমানে আমাদের প্রার্থী ও নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শংঙ্কিত। এর আগেও আমাদের বহু নেতাকর্মীর ওপর হামলা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা পুলিশ সুপার ও রির্টানিং অফিসারের লিখিত অভিযোগ দাখিল করেও কোনো সুরাহা করেনি।’

জেলা বিএপি’র যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরী ও আক্তার হোসেন মাঝি বলেন,‘ শুধুমাত্র মতলবেই নয়, চাঁদপুরের ৫টি আসনেই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। আর পুলিশ মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। বিষয়টি আমরা পুলিশ সুপার ও রির্টানিং অফিসারের কাছে একাধিকবার লিখিত অভিযোগ আকারে জানিয়েছি। কিন্তু প্রশাসন এর কোনো ব্যবস্থা বা সুরাহা করে নি।’

এ সময় তাৎক্ষণিক মুঠোফোনে ড.জালাল সাংবাদিকদের জানান, ‘আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কিছুক্ষণ পর পর আমার ওপর হামলা হচ্ছে। এ পরিস্থিতিতে আমি এবং আমার নেতাকর্মী ও সমর্থকরা জীবন নিয়ে শঙ্কায় রয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ,২০১৮ রোববার

Leave a Reply