সরকারি কর্মকর্তাদের জন্যে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি জনপ্রশাসন পদক প্রাপ্তিতে চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ইলিয়াসকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে তার কার্যালয়ে জেলা বিএমএর নেতৃবৃন্দ তাঁকে এ সংবর্ধনা দেয়।
এসময় চাঁদপুর জেলা বিএমএর সভাপতি ও নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (এনেসথেসিয়া) ডা. সৈয়দ মো. নুরুল হুদা ও সদস্যবৃন্দের মধ্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. মনিরুল ইসলাম, শাহরাস্তি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (নিপোর্ট)-এর প্রভাষক ডা. মো. তৌহিদুল ইসলাম পাটওয়ারী (লিয়ন) উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. সানি বিশ্বাস, ডা. জান্নাতুল নাঈমা ইভা, ডা. ফারাজানা বেগম, ড. তন্ময় বড়ুয়া, ডা. রোকসানা আজমির সামিয়া, ডা. মোস্তফা তানিম রায়হান প্রমুখ।
প্রসঙ্গত, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করণ ও শিশু মৃত্যু রোধে জেলা পরিবার পরিকল্পনা বিভিাগের ডিজিটাল সেবা ব্যবস্থাপনা বিষয়ক উদ্ভাবনী হিসেবে মা ও শিশু সেবা ব্যবস্থাপনা সফটওয়্যার প্রচলনে করার ডা. ইলিয়াছকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গেলো ২৩ জুলাই পাবলিক সার্ভিস ডেতে এ পদক দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তি, ২১ আগস্ট ২০১৯