Home / চাঁদপুর / খালেদা জিয়ার রোগমুক্তিতে চাঁদপুর জেলা বিএনপির মিলাদ ও দোয়া
20190816_140111

খালেদা জিয়ার রোগমুক্তিতে চাঁদপুর জেলা বিএনপির মিলাদ ও দোয়া

সাবেক ৩বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং তার কারামুক্তি প্রর্থনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ অগস্ট শুক্রবার বাদ জুম্মা শহরের বেগম জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুর জেলা বিএনপি।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের উপস্থিতিতে দোয়া মোনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ মাহমুদুল হাসান। দোয়া মোনাজাতে এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পুত্র আরাফাত রহমান কোকো সহ বিএনপির প্রয়াত সকল নেতাকর্মীর রহুহের মাগফেরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, দেওয়ান মো. সফিকুজ্জামান, সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশীদ, বিএনপি নেতা শাহনেওয়াজ খান, আলী আহম্মদ সরকার, সদর উপজেলা বিএনপির সাদারন সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সদস্য সচিব হযরত আলী,

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারন সম্পাদক নুরুল আমিন খান আকাশ, পৌর বিএনপির সহ-সভাপতি আ.কাদির বেপারী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক হাবীবুর রহমান ভূইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, বর্তমান কমিটির সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারন সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি লুৎফুর রহমান সজিব প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম, ১৬ আগস্ট ২০১৯