চাঁদপুর

চাঁদপুরে নগদ টাকাসহ ডলার জালিয়াতি চক্রের সদস্য আটক

ডলার জালিয়াতি প্রতারক চক্রের ১ সদস্যকে অভিযান চালিয়ে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য জানায় পুলিশ।

চাঁদপুর সদর উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামের কাজী বাড়ির কাজী মোঃ সাহাবুদ্দিনের ছেলে কাজী মোঃ মাসুদ (৪০) গত ২ এপ্রিল ঢাকা থেকে ইমাম হাসান লঞ্চযোগে চাঁদপুরে আসে। লঞ্চে প্রতারক চক্রের সদস্য গোপালগঞ্জের মোকসেদপুর থানার মালিক শ্রীরামপুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে রফিক মোল্লা কুটু (৩৫) এর সাথে লঞ্চে তার পরিচয় হয়।

কাজী মোঃ মাসুদ কয়েক দিনের মধ্যে প্রবাস জীবন যাপনের জন্য সৌদিআরবের যাওয়ার কথা ছিল। সে সুবাদে রফিক মোল্লা টুকুর সাথে পরিচয় হওয়ার পর কাজী মোঃ মাসুদ সৌদিআরব যাওয়ার জন্য কিভাবে ডলার সংগ্রহ করা যায় এ বিষয়ে আলোচনা করে। তখন রফিক মোল্লা ডলার সংগ্রহ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতিতে দু’জনে মোবাইল নাম্বার আদান প্রদান করে।

গত ৩ এপ্রিল বুধবার রিয়ে প্রতারক চক্রের সদস্য রফিক মোল্লা টুকু কাজী মাসুদকে মোবাইল করে ১২ হাজার ডলারতার কাছে রয়েছে বলে জানায়। দুপুর ২টার মধ্যে ওই ডলার নেওয়ার জন্য ২ লাখ ৬০ হাজার টাকা বাবুরহাটে নিয়ে আসতে বলে।

প্রতারকের কথা মত কাজী মাসুদ ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে সৌদির ১২ হাজার রিয়েল আনতে গেলে তার কাছ থেকে রফিক মোল্লা ও অপর দুই সহযোগী বাবুরহাট মতলব রোডের মাথা থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

বিষয়টি তাৎক্ষনিক কাজী মাসুদ চাঁদপুর মডেল থানাকে অবহিত করলে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় সদস্যদের নিয়ে কাজী মোঃ মাসুদকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

বিকেল অনুমান সাড়ে ৩টায় পুলিশ চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে প্রতারক চক্রের সদস্যদের আটকের জন্য ওৎ পেতে থাকলে কাজী মোঃ মাসুদ লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় রফিক মোল্লাকে দেখতে পায়। পরে পুলিশ রফিক মোল্লাকে আটক করলে তার ব্যাগ তল্লাশী করে নগদ ১ লাখ ৮৬ হাজার ২শ ৪০টাকা উদ্ধার করে।

একই সাথে তার ব্যাগ থেকে রিয়েল সাজানো বিভিন্ন পত্রিকার টুকরো ও একটি হুইল সাবান উদ্ধার করে। এই কাগজের টুকরোকে রিয়েল বলে কাজী মোঃ মাসুদের কাছ থেকে প্রতারণা করে ২ লাখ ৬০ টাকা নিয়ে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, আটক রফিকমোল্লা রিয়েল প্রতারক চক্রের প্রধান হোতা। তার সাথে এই লঞ্চে কাজী মোঃ রফিকের সাথে পরিচয় হয়। এই প্রতারক চক্র শুধু চাঁদপুর নয় দেশের বিভিন্ন জেলাতে একইভাবে কাগজের ভিতর সাবান পেচিয়ে রিয়েলের বান্ডিল তৈরি করে প্রতারণা করে আসছিল।

তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় প্রতারণা ও ছিনতাই মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুই আসামীকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল, ২০১৯

Share