চাঁদপুর

চাঁদপুরে কলকাতার সাংবাদিক দোয়েল দত্তের বইয়ের মোড়ক উন্মোচন

কলকাতার সাংবাদিক, চাঁদপুরের কৃতি সন্তান দোয়েল দত্তের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে এ সময়ে বইয়ের ওপর আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সুত্রধর, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, বি এম হান্নান, শরীফ চৌধুরী, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সাংবাদিক দোয়েল দত্ত চাঁদপুরের কৃতি সন্তান প্রয়াত দুলাল দত্তের কন্যা। বর্তমানে তিনি কলকাতার ‘যুগশঙ্খ’ পত্রিকায় কাজ করছেন। এ ছাড়া আনন্দ বাজার, সকালবেলা, বর্তমান ও টাইমস অব ইন্ডিয়া’য় কাজ করেছেন। সমাজকর্মী ও লেখিকা হিসাবেও তার খ্যাতি রয়েছে।

টেস্ট টিউব বেবির উদ্ভাবক বিস্মৃত প্রায় ডা, সুভাষ মুখোপাধ্যায় ও কালাজ্বরের প্রতিষেধকের আবিষ্কারক ডা. উপেন্দ্রনাথ ব্রক্ষ্মচারী নিয়ে অনুসন্ধানী বইটির মোড়ক উন্মোচন করা হয়।

করেসপন্ডেন্ট
১৫ মে ২০১৯

Share