Home / চাঁদপুর / এখন থেকে ৩৩৩-এ মিলবে চাঁদপুর জেলা প্রশাসনের তথ্য-সেবা
DC Office Chandpur..

এখন থেকে ৩৩৩-এ মিলবে চাঁদপুর জেলা প্রশাসনের তথ্য-সেবা

চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান বলেছেন,৩৩৩ এ কল করলেই মিলবে জেলা প্রশাসনের তথ্য ও সেবা।

এ হট নাম্বারে সামাজিক সমস্যা,ভোক্তা অধিকার,পর্যটন, দুর্যোগ, পরিবেশ দূষণ, ইভটিজিং, জুয়া, মাদক, বাল্যবিবাহ,ভেজাল দ্রব্য, জেলা সম্পর্কিত তথ্য, নাগরিক সেবার পদ্ধতি এমনকি সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে চাইলেও কল করতে পারবেন।তবে আমরা জানাতে চাই এই নাম্বারে কল করা অভিযোগকারীর নাম গোপন রাখবো।

রোববার (১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩৩৩ সংক্রান্ত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘এখন সরকারি কর্মকর্তারা ফোন বন্ধ করে বাসায় বসে থাকার কোনো সুযোগ নেই। কারণ এ সেবা নাম্বারে কেউ অভিযোগ করলে ডিসি,এডিসি সহ শীর৪ জন কর্মকর্তার কাছে ম্যাসেজ এর মাধ্যমে চলে আসবে অভিযোগের ব্যাপারটি যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ অভিযোগ গুলোর তদারকি করবে।

তিনি আরো বলেন,‘৩৩৩ এ এখন পর্যন্ত চাঁদপুর জেলায় ৩’শ ২১টি অভিযোগ এসেছে। যার মধ্যে ৩’শ ২০ টি অভিযোগই দ্রুততার ভিত্তিতে সমাধান করা হয়েছে। শুধু দেশের যে কোনো স্থান থেকেই নয় । বিদেশ থেকেও এ ধরনের অভিযোগ কল করে জানানো যাবে। তবে এ ক্ষেত্রে ৩৩৩ এর পরিবর্তে বিদেশ থেকে অভিযোগ জানাতে ডায়াল করতে হবে ০৯৬৬৬৭৮৯৩৩৩। তাই আর অপেক্ষা না করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে এখন থেকেই সরকারি সেবা গ্রহণ করুন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মঈনুল হাসান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, প্রোগ্রাম অফিসার জাকির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী,সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় ডকুমেন্টারি পেশ করেন প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ।

প্রসঙ্গত , ২০১৮ সালের ১২ এপ্রিল তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো.সজিব ওয়াজেদ জয় এ সেবাটি উদ্ধোধন করেছিলেন।

মাজহারুল ইসলাম অনিক, ১ সেপ্টেম্বর ২০১৯
এজি