চাঁদপুর কর্মসংস্থান ব্যাংকে চলতি ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ৬ টি শাখায় প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের বিতরণের লক্ষ্যে ২৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে । জুলাই-আগস্ট এ দু’মাসে ১শ ৬০ ঋণগ্রহীতাকে ৩ কোটি ৩১ লাখ টাকা ২ বছর মেয়াদে ঋণ হিসেবে বিতরণ করেছে ।
চাঁদপুর কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের এজিএম মো.আশেকে এলাহী বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চাঁদপুর টাইমসকে এ তথ্য জানান।
প্রশিক্ষিত যুবগণ যাতে কর্মসংস্থান ব্যাংক থেকে অধিকহারে ঋণ সুবিধা পেতে পারে সেজন্য অধিদপ্তর হতে জেলা-উপজেলায় নির্দেশ রয়েছে । চাঁদপুরের ৬ টি কর্মসংস্থান ব্যাংকের শাখা ২০১৮-২০১৯ অর্থবছর ২৫ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দের মধ্যে ১ হাজার ২শ’ ৪৪ জনকে দু’বছরে কিস্তিতে পরিশোধে ২০ কোটি ৮৫ লাখ টাকা ঋণ হিসেবে বিতরণ করেছে।
উৎপাদনমুখী ও আগ্রহী একজন বেকারকে পল্ট্রি,ডােইরি ও মৎস্য চাষের জন্যে চাঁদপুর কর্মসংস্থান ব্যাংক ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে । যা ২৩ কিস্তিতে ৯% থেকে ১৩ % হারে সুদ প্রদান করতে হয় ।
চাঁদপুর কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের এজিএম মো.আশেকে এলাহী বলেন,‘প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুব ও যুব মহিলাদেরকে কর্মসংস্থান ব্যাংক ঋণ দেয়। রাস্তায় রাস্তায় ঘুরা অনেক বেকারদের লাখ লাখ টাকা জামানতবিহীন ঋণ দিয়ে স্বাবলম্বী করে তুলেছে। চাঁদপুরের অনেক বেকারকে এ ব্যাংক ঋণ দিয়ে বেকারত্ব ঘূচাতে সহায়তা দিচ্ছে।’ ঋণ প্রদান করার আগে সে কী কাজে ঋণকে কাজে লাগাবে ব্যাংক এ বিষয়টি ভালোভাবে নিশ্চিত হয়ে ঋণ মন্জুর করে থাকে।’
আবদুল গনি,১৩ সেপ্টেম্বর ২০১৯ ।