Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / সফরমালী উবি’র জেএসসি পরীক্ষার্থীদের জন্যে আলোচনা ও দোয়া
jdc

সফরমালী উবি’র জেএসসি পরীক্ষার্থীদের জন্যে আলোচনা ও দোয়া

চাঁদপুর সদরে উত্তরে সফরমালী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার ৩১ অক্টোবর জেএসসি পরীক্ষার্থীদের জন্যে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। প্রধানশিক্ষক মো.আবুল কাসেমের সভাপতিত্বে ও সহকারী প্রধানশিক্ষক মো.হাসান আলী খানের পরিচালনা করেন।

বক্তব্য দেন সহকারী শিক্ষক আবদুল গনি, ইমরুল কাদের অভিভাবক সদস্য মো.মোস্তফা বেপারী, মো.ইসহাক খান ও মনির হোসেন ভূঁইয়া। মোনাজাত পরিচালনা করেন সফরমালী উচ্চ বিদ্যালয় জামে মসজিদের খতিব মাও. শরীফুল ইসলাম । অনুষ্ঠানশেষে শিক্ষার্থীদের মাঝে তবারুক , পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র বিতরণ করা হয় । শনিবার তাদের জেএসসি পরীক্ষা শুরু হচ্ছে ।

করেসপন্ডেন্ট , ১ নভেম্বর ২০১৯