দুর্যোগে প্রতিবন্ধী, শিশু এবং সন্তানসম্ভবা নারীদের উদ্ধার (রেসকিউ) করতে ৬০টি বিশেষ নৌযান নির্মাণের অনুমোদন দিয়েছে ডিজেবিলিটি ইনক্লোসিভ ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্স।
প্রতিটি নৌযান তৈরিতে খরচ হবে ৪৫ লাখ টাকা। প্রাথমিক পর্যায়ে ৬০টি নৌযান নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। এর পরে আরো নৌযান নির্মাণ করা হবে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টাস্ক ফোর্সের চতুর্থ বৈঠকে এই বিশেষ নৌযান নির্মাণের অনুমোদন দেয়া হয়।
বৈঠকে টাস্ক ফোর্সের প্রধান উপদেষ্টা সায়মা হোসেন (পুতুল) উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এছাড়া মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল,এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তা কক্ষ
১১ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur