চাঁদপুর

চাঁদপুর রিটার্নিং কর্মকর্তার কাছে দীপু মনির মনোনয়নপত্র জমা

চাঁদপুরে রির্টানিং অফিসার জেলা প্রশাসক মো. মাজেদুর রহমানের কাছে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চাঁদপুর -৩ আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।

জমাদান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. দীপু মনি বলেন, বর্তমানে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করছে। ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনকে নিয়ে যা বলছে তার কোনো সত্যতা নেই।

তিনি আশা করছেন, এই কমিশন নিরপেক্ষভাবেই শেষপর্যন্ত তার সঠিক দায়িত্ব পালন করবে।

ডা. দীপু মনি আরো বলেন, বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টে এখন যারা আছেন, দেশবাসী তাদের ভালো করেই চেনেন। সুতরাং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা কিছুই করতে পারবে না। এই নির্বাচনে উন্নয়নের ধারা ধরে রাখার জন্য দেশের মানুষ আবারো নৌকাকে বেছে নেবে এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়াবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে সোমবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়াম্যান ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকদের নেতৃত্বে বিশাল এক আনন্দ মিছিল শহর পদক্ষিণ করে সন্ধ্যার পূর্বে দীপু মনির বাস ভবনের সামনে এসে জড়ো হয়।

এসময় ডা. দীপু মনি এমপি তার বাস ভবনের উপর থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত আমাকে যে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছেন, তা আমার একার নয়, এটি আমার সংসদীয় এলাকার জনগনের। আপনারা আমাকে ভালোবাসেন বিধায় আমি দলীয় মনোনয়ন পেয়েছি।

এদিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা দীপু মনি চাঁদপুরে আগমন উপলক্ষে আননন্দ মিছিল করতে করতে চাঁদপুরে লঞ্চঘাটে যায় এবং পুরো শহর প্রদক্ষিন করেন। হাজার হাজার নেতাকর্মীদের সাথে লঞ্চঘাটে দীপু মনি আনন্দ মিছিলে যোগ দেন।

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর, ২০১৮

Share