ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৮ উপলক্ষে বি রিলেটেডটু অডিও ভিজুয়াল এডুকেশন(ব্রেইভ)এর আয়োজনে ব্রেইভএপস ডেভলোপার গণশিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে অ্যাপস নির্মাণ করার ঘোষণা দেয়।
বুৃধবার (১৩ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষনা দেন ব্রেইভ এর সমন্বকারী ও চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রূপক রায়।
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খান পিএএ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্রেইভ এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, ডিজিটাল বাংলাদেশে এখন আর পশ্চিমা বিশ্ব কিংবা ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না। চাঁদপুরের তরুণরাই বিশ্বমানের অ্যাপস ডেভেলপ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন পিএএ বলেন, শিক্ষা ক্ষেত্রকে ডিজিটাল করতে ব্রেইভ এর উদ্যোগ প্রশংসনীয়। আমরা এই কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে পারলে তা সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করবে।
অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শওকত ওসমান বলেন, চাঁদপুর ডিজিটালবাংলাদেশ বাস্তবায়নে অন্যান্য জেলার তুলনায় এগিয়ে আছে।
ডিজিটাল বাংলাদেশ দিবস পালনে বিভিন্ন দপ্তর, সংস্থা ও সংগঠনের সদস্যদের তিনিধন্যবাদ জ্ঞাপনকরেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চাঁদপুর সদরসহকারী প্রোগ্রামার হারুনুর রশিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরা মনি।
উপস্থাপিত অ্যাপসটি ডেভলোপকরেন ব্রেইভ এর সদস্য মো. জাহিদ হোসেন, সিয়াম, ওয়েব ডেভলোপার শাহপরান, গ্রাফিক্স ডিজাইনার সামিয়া মিলি। সমন্বয়ক হিসেবে কাজকরেন ব্রেইভএর সাধারণ সম্পাদক নাজমুল হক জুয়েল।
এদিকে দিবসটি উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজে সকালে ভিডিও প্রদর্শন,কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে চাঁদপুর সরকারি কলেজে উপাধ্যক্ষ প্রফেসার অসিত বরন দাস।
বিশেষ অতিথির বক্তব্য রখেন জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক,চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন ও যুগ্ন-সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur