Home / চাঁদপুর / চাঁদপুরে ৪ বছরে ৮৫ টি প্রতিষ্ঠান ডিজিটাল হাজিরার অর্ন্তভূক্ত
digital attendence

চাঁদপুরে ৪ বছরে ৮৫ টি প্রতিষ্ঠান ডিজিটাল হাজিরার অর্ন্তভূক্ত

চাঁদপুরের প্রায় ৫ শতাধিক স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে ৪ বছরে ৮৫ টি প্রতিষ্ঠান ডিজিটাল হাজিরার অর্ন্তভূক্ত হয়েছে।

বৃহস্পতিবার ২৪ অক্টোবর নেটিজেন আইটি নামের একটি বেসরকারি আইটি প্রতিষ্ঠান চাঁদপুর টাইমসকে তথ্যটি জানিয়েছে। এ প্রতিষ্ঠানটি ২০১৫ সাল হতে ২০১৮ সাল এর কার্যক্রম চ্াঁদপুরে শুরু করে। ২০১৯ সালে এসব প্রতিষ্ঠান এর আওতায় আস্ ে।

নেটিজেন আইটি নামের বেসরকারি আইটি প্রতিষ্ঠানটি চাঁদপুর জেলায় ৬০টি মাধ্যমিক স্কুল ,৮টি কলেজ এবং বাকিগুলো অন্যান্য প্রতিষ্ঠানের দৈনিক ‘ফিঙ্গার প্রিন্ট’ বা ‘পরিচয়পত্র শো’ করার মাধ্যমে সকল স্কুল ও কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের হাজির গ্রহণ করা হচ্ছ্।

এ ছাড়াও ঔসব প্রতিষ্ঠানের মাসিক বা বাৎসরিক আয়-ব্যয়,শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম, ক্লাশ, পরীক্ষার রুটিন ,কমিটি, আইডি কার্ড, এডমিড কার্ড , টিচার প্রোফাইল ,নোটিশ প্রভৃতি বিষয়গুলো এর অর্ন্তভূক্ত হয়েছে।

নেটিজেন আইটির চাঁদপুর প্রতিনিধি মো. আশ্রাফ আলী চাঁদপুর টাইমসকে বলেন,‘ ৩-৪ বছর ধরে এ বিষয়ে চাঁদপুরে এ সংস্থাটি কাজ শুরু করে । জেলার প্রতিটি উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের টীম শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে কথা বলেছি। বর্তমানে তারা অনেক সচেতনতার পরিচয় দিচ্ছে এবং নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানগণ সম্মত হচ্ছে।,

তিনি আরো বলেন,‘শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীগনের ভেতর সচেতনতার বিষয়টি অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে। স্বচ্ছতা ও আস্থা বাড়ছে। বেশিরভাগ প্রতিষ্ঠান এখন ডিজিটাল হাজিরার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে । ম্যানেজিং কমিটি বিষয়টি ভালোভাবে বুঝার চেষ্ঠা করছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ প্রতি উপজেলায় এ সংস্থার দু জন প্রতিনিধি কাজ করছে। সংস্থার একটি ‘সফটওয়্যারে’ সকল ডাটা সংরক্ষণ করা ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। শিক্ষা বিভাগের ঊর্ধতন কর্মকর্তা বা সংশ্লিষ্ঠ প্রধানশিক্ষক ও ম্যানেজিং কমিটির লিখিত অনুমতি ব্যতীত এর কোনো প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ করবে না ।’

আবদুল গনি, ২৬ অক্টোবর ২০১৯