চাঁদপুর

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিকদের দিনব্যাপি মিলনমেলা ও সংবর্ধনা

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে চাঁদপুরে বৃক্ষরোপণ, বিতরণ ও মত বিনিময় সভা শুক্রবার (২৬ জুলাই) সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদে ও বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে সংবর্ধনার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শওকত ওসমান।

তিনি বলেন, ঢাকায় কর্মরত চাঁদপুরের সাংবাদিকগণ নিজ জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শওকত ওসমান। সমস্যাগুলো দেখিয়ে দিলে তা সমাধানে সহজ হয়। আর জাতীয় পর্যায়ে তা প্রকাশিত হলে তাতে জনমত সৃষ্টি হয় এবং নীতি নির্ধারকদের নজরে আসে। তাতে সমস্যা সমাধানে কাজ করা সহজ হয়। গণমাধ্যমে শুধু সমস্যাই নয় সাফল্যগুলোও তুলে ধরতে হবে, যাতে অন্যরা উৎসাহিত হয়।

‘চাঁদপুরের স্থানীয় সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরো বেশি দক্ষ করে তোলার ব্যাপারে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে,’ যোগ করেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, চাঁদপুরকে আরো আধুনিক ও নিরাপদ করে গড়ে তুলতে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম কাজ করতে পারে।

তিনি বলেন. পুলিশ ও সাংবাদিকদের পেশার প্রয়োজনে এক হয়ে কাজ করতে হয়। তাই এই দুই পেশার লোকদের সমন্বয় জরুরি।

তিনি ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের বিস্তারিত নাম ঠিকানা চাঁদপুরের পুলিশ প্রশসনকে দেয়ার অনুরোধ করেন। যাতে প্রয়োজনে পুলিশ সাংবাদিকদের সহায়তা নিতে পারেন।

মতবিনিময় অনুষ্ঠানে ফোরামের আহ্বায়ক মিজান মালিক সভাপতিত্ব করেন। এসময় মৈশাদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক তার ইউনিয়ন কিভাবে জেলার সেরা ইউনিয়ন হলো তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

সভায় অন্যান্যদের মধ্যে দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি আবু কাওসার, এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহীন, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, চাঁদেপুর প্রেস ক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপর খবরের সম্পাদক সোহেল রুশদী,

দৈনিক চাঁপুর কন্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সালেহ উদ্দিন জিন্নাহ, শিক্ষানুরাগী জামাল খান, জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক মোঃ জাকির হোসেন, মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি তারেক খান বক্তব্য রাখেন।

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সচিব রাশেদ শাহরিয়ার পলাশের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি শেখ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আবদুর রশিদ, মৈশাদী ইউপ সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভাশেষে পরিষদ চত্তরে বৃক্ষরোপণ এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এদিকে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দকে চাঁদপুর প্রেসক্লাবে অভ্যর্থনা জানানো হয়। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারীর নেতৃত্বে এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, সভাপতি রহিম বাদশাহ, সভাপতি জি এম শাহীন, মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, ইউএনবির চাঁদপুর জেলা প্রতিনিধি প্রফেসর দেলোয়ার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় ঢাকার সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং প্রেস ক্লাবের পিন উপহার দেয়া হয়। সাংবাদিকদের অনানুষ্ঠানিক বক্তব্যে এসময় এক আবেগঘণ পরিবেশের সৃষ্টি হয়। ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম এবং চাঁদপুর প্রেসক্লাব মিলে ভবিষৎতে এক যোগে কাজ করার এবং জেলার উন্নয়নে ভূমিকা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

উক্ত সফরে ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের যেসব সাংবাদিক উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের ক্রাইম হেড মিজান মালিক, দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি আবু কাওসার, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহীন, ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি আজিজুর রহমান রিপন , ইউএনবির মফস্বল সম্পাদক ও বাংলা সার্ভিসের প্রধান রাশেদ শাহরিয়ার পলাশ,

দৈনিক যুগান্তরের শিফট ইনচার্জ জসিম উদ্দিন , সিনিয়র সাংবাদিক জাকির মজুমদার , যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাহাদাত হোসেন, দৈনিক আজকের পত্রিকার ক্রাইম রিপোর্টার কাজী ফয়সাল , দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার এইচ এম জাকির হোসেন, সান বিডির চিফ রিপোর্টার গিয়াস উদ্দিন,

বাংলা টিভি স্টাফ রির্পোটার আল আমিন, দৈনিক যুগান্তর অনলাইনের সাঈদ আল হাসান শিমুল, একুশে টিভির স্টাফ রিপোর্টার ইবনে নূর শাওন, দৈনিক জনতার ফরিদ উদ্দিন এবং বিডি সমাচারে সম্পাদক মহসিন হোসেন।

প্রেস বিজ্ঞপ্তি, ২৮ জুলাই ২০১৯

Share