কচুয়া

প্রতিটি ইউনিয়ন পরিষদ হচ্ছে সেবাদানের মূল কেন্দ্রবিন্দু

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিশির বলেছেন, ইউনিয়ন পরিষদকে গতিশীল করতে সরকার ব্যাপক পদ্ধতি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে এলজিএসপি’র প্রকল্পের আওতায় ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারমোনিয়াম, ফুটবল বিতরণ, বার্ষিক, আর্থিক ও প্রশাসনিক প্রতিবেদন ম্যাগাজিনের মোড়ক উম্মোচন ও নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সরকারের সাফল্য তুলে ধরা সম্ভব। সাধারন মানুষ সেবা পাওয়ার ক্ষেত্রে মূল কেন্দ্র বিন্দু হচ্ছে প্রতিটি ইউনিয়ন পরিষদ।

তিনি আরো বলেন, সরকারের উন্নয়নের চিত্র তৃনমূল পর্যায়ে পৌছে দিতে ইউনিয়ন পরিষদ হলো একটি অন্যতম মাধ্যম। তাই যেকোনো সেবা নিতে সকলে ইউনিয়ন পরিষদের আসবেন। এ ক্ষেত্রে আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ নির্বাচিত হওয়ার পর থেকে সাধারন মানুষের মানুষকে বিভিন্ন জনকল্যান কাজের মাধ্যমে সেবাদান করে যাচ্ছে। তারমধ্যে অন্যতম ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে পালাখাল মডেল ইউনিয়নে রূপান্তর। এ অর্জন ইউনিয়নবাসীর জন্য অত্যান্ত গৌরবের ফসল বলে আমি মনে করি।

একইদিন তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন, সচেতনা বৃদ্ধি বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা প্রকল্পের আয়োজনে এ উঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শারমিন সুলতানার পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আহসান হাবীব, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ, উপজেলা কিমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি প্রানধন দে, দৈনিক যুগান্তরের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নু, ইউপি সদস্য সফিউল খান, উপজেলা সহকারী তথ্য সেবা কর্মকর্তা আফরোজা আক্তার ও নাদিয়া সুলতানা প্রমুখ। এসময় ইউপি সদস্যবৃন্দ, বাজার ব্যবসায়ী, শিক্ষক নেতৃবৃন্দ ও প্রায় অর্ধশতাধিক নারী ওই বৈঠকে অংশগ্রহণ করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, কচুয়া
৩০ মে ২০১৯

Share