Home / চাঁদপুর / বি-বাড়িয়ায় চাঁদপুর বাসে ডাকাতিতে মালামাল লুটসহ আহত ১০ : ডাকাত আটক
detained-in-robbery-incident

বি-বাড়িয়ায় চাঁদপুর বাসে ডাকাতিতে মালামাল লুটসহ আহত ১০ : ডাকাত আটক

চাঁদপুর টু সিলেটের মধ্যে চলাচলকারী সততা পরিবহনের বাসে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এতে বাসে থাকা ৫ জন যাত্রী আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত আনোয়ার হোসেন (৫৫) নামে এক ডাকাতকে আটক করা হয়েছে।

আহত এক যাত্রী কুমিল্লার কুচাতলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বাসে থাকা ৪৫ জন যাত্রীর ১৫ লাখ টাকার মূল্যমানের জিনিসপত্র,নগদ টাকা ও স্বর্ণ-অলংকার ডাকাতি করে নিয়ে যায় ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে সিলেট থেকে বাসটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসলে পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা এলাকায় আসার পরে বাসে যাত্রী বেসে থাকা ৭ জনের সংঘবদ্ধ ডাকাত দল এ ডাকাতির ঘটনা ঘটায়।

আটক আনোয়ার হোসেনকে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১২ টার দিকে বাসের লোকজন চাঁদপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। আনোয়ার হবিগঞ্জ জেলার মাদবপুর উপজেলার হরেশপুর গ্রামের মৃত সরব আলীর ছেলে।

সততা পরিবহনের সুপারভাইজার আব্দুল ওহাব চাঁদপুর টাইমসকে বলেন,‘ সিলেট থেকে রাত ১১ টায় বাসটি ছাড়ার সময় অন্যান্য যাত্রীদের সাথে সংঘবদ্ধ ডাকাত দলের ৩ জন এবং ৪ জন পৃথক ভাবে টিকিট কেটে ৭ জন যাত্রী হিসেবে বাসে উঠে। বাসটি ছাড়ার সাড়ে ৩ ঘন্টা পর ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা নামক স্থানে আসলে চালককে তার আসন থেকে জোরপূর্বক উঠিয়ে আটক হওয়া ডাকাত দলের সদস্য আনোয়ার হোসেন চালক আসনে বসেন।

ঠিক এ সময়ে তাদের সাথে থাকা বাকি ৬ ডাকাত সদস্য আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রের মুখে সকল যাত্রীদের জিম্মি করে ও বেদমভাবে পিঠিয়ে আহত করে নগদ টাকা,স্বর্ণ অলংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় এ সময় ৯ থেকে ১০ জন যাত্রী কম বেশি আহত হয়। আহতদের সকলেই কুমিল্লার যাত্রী। এর মধ্যে ২ জনকে গুরুতর আহত হওয়ায় কুমিল্লা কুচাতলী হাসপাতালে ভর্তি করা হয় ।’

বাসের চালক সালাউদ্দিন চাঁদপুর টাইমসকে বলেন,‘যখন ডাকাতির ঘটনা সংঘটিত হচ্ছিলো, ঠিক ওই সময় বাসের পিছন দিক থেকে একটি মাইক্রোবাস বার বার হর্ণ দিয়ে আসছিলো। ডাকাত সদস্যরা আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন মনে করে উজানিসা নামক স্থানে বাস থেকে দ্রুত লাফিয়ে পড়ে এবং চালকের আসনে বসা আনেয়ার জানালা দিয়ে লাফিয়ে পড়লে তার পা ভেঙে যায়। পরে যাত্রীরা নেমে ডাকাত বলে চিৎকার দিয়ে আনোয়ারকে আটক করে বাসে চাঁদপুরে নিয়ে আসে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসিম উদ্দিন বলেন,‘ঘটনাটি যেহেতু অন্য জেলায়। আমরা সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করবো। আটক ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ১৪ সেপ্টেম্বর ২০১৯