চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মাদক কারবারি আরিফ কবিরাজকে ৯ পিস ইয়াবা,মটরসাইকেলসহ শুক্রবার (১৯ জুলাই) আটক করেন হাইমচর থানা পুলিশ। হাইমচর থানার পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে আরিফকে আটক করেন।
জানা যায়, আরিফ কবিরাজ ছোটলক্ষ্মীপুর গ্রামের শাহজাহান কবিরাজের ছেলে। আরিফ মটরসাইকেল যোগে হাইমচর উপজেলার হাওলাদার বাজার, জনতা বাজার, রায়বাজার, বাংলাবাজার,ভিঙ্গুলিয়া,মহজমপুর,লামচরিসহ পাশ্ববর্তী উপজেলার বিরামপুর ও পশ্চিম লাড়ুয়া এলাকায় মাদক বিক্রি করে বলে অভিযোগ রয়েছে।
মাদক কারবারি আরিফ কবিরাজের বিরুদ্বদ্ধ হাইমচর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ধারায় মামলা করে হয়। যার মামলা নং ০৪, তারিখ ২০/০৭/২০১৯ ।
এ ব্যাপারে হাইমচর থানায় পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, হাইমচর থানা পুলিশ আরিফ কবিরাজকে ৯ পিস ইয়াবা ও একটি মটরসাইকেলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মত মামলা দায়ের আদালতে প্রেরণ করা হয়।
মো. ইসমাইল
২০ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur