ইসলাম

শবে বরাত বা শবে কদরের রাতে গোসল করা কি সহিহ?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।

জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানটির ৫৮১তম পর্বে শবে বরাত বা শবে কদরের রাতে গোসল করা সহিহ কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চান এক দর্শক।

এর জবাবে মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, এ রাতে গোসল করার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটা মূলত আমাদের ধারণা বা এই মর্মে যে বর্ণনা উল্লেখ করা হয়ে থাকে, এগুলোর অধিকাংশ তৈরি করা। এগুলো ভিত্তিহীন বক্তব্য। (বিডি২৪লাইভ)

ইসলাম ডেস্ক
২১ এপ্রিল ২০১৯

Share