চাঁদপুর ২শ’ ৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে জুলাই মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন প্রায় শতাধিক।
এদের মধ্যে ৭৫ জন রোগী চিকিৎসা সেবা নিয়ে ও উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন স্থানে রেফার করা হয়েছে। বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত ২৫ জন রোগী চিকিৎসাধীন নিচ্ছে বলে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা নুরুদ্দিন মো. জাহাঙ্গীর চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।
এদিকে বুধবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চাঁদপুর সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জন রোগী ভর্তি হয়েছে। তারা হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সালেহ আহমেদ ও অন্যান্য মেডিসিন চিকিৎসকদের তত্ত্ববাবধানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
অপর দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সকল রোগীর চিকিৎসা সেবায় চিকিৎসকরা নিয়োজিত রয়েছেন। যখনই ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী হাসপাতালে আসে, তারা তাৎক্ষণিক রোগীদর চিকিৎসা সেবা দিচ্ছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সন্দেহে কোনো রোগী হাসপাতালে আসা মাত্রই তার নাম রেজিস্ট্রেশন পূর্বক তাকে তাৎক্ষণিক মেডিসিন বিভাগের চিকিৎসকদের কাছে প্রেরণ করো থাকে। সেখানে কর্মরত চিকিৎসক এ রোগে আক্রান্তের সম্ভাবনা বিষয়ে সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগী শনাক্ত করেন।
জুলাই মাসের শেষ দিনে অর্থাৎ ৩১ জুলাই ডেঙ্গু আক্রান্ত ১৪ জন রোগী সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছে। সরকারের নির্দেশিত বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য একটি ফি নির্ধারণ করেছে।
অন্যদিকে চাঁদপুর শহরের প্যাথলজি ডায়াগনস্টিক মালিকগণ এর অধিক অর্থ নিচ্ছে বলে রোগীর পরিবারের লোকজন অভিযোগ করেন। গত ২৮ জুলাই ডেঙ্গু জ্বরের পরিক্ষার জন্য স্বাস্ত্য মন্ত্রণালয় থেকে ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু গত ২৯ জুলাই শহরের স্টেডিয়াম রোড থেকে শুরু করে হাসপাতালের আশেপাশে প্যাথলজি ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষরা এ পরীক্ষার ফিস ৮শ থেকে শুরু করে হাজার টাকার উপরে নিয়েছে। এতে করে সাধারণ রোগীরা ডেঙ্গু প্রতিরোধে নিজেদের শারীরিক পরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন।
অপরদিকে এসব প্রতারণার খবর প্রশাসনের কাছে গেলে মঙ্গলবার দুপুরে চাঁদপুর স্টেডিয়াম রোড এলাকায় হাসপাতাল ও ডায়াগনিস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কয়েকটি হাসপাতাল ও ডায়াগনিস্টিক সেন্টার থেকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
চাঁদপুর সরকারি হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা নুরুদ্দিন মো. জাহাঙ্গীর জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা রয়েছে। হাসপাতালের তত্ত্ববধায়ক মহোদয় এ বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন। তাছাড়া রোগীদের চিকিৎসা সেবা প্রদানে আমাদের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকগণ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। এ হাসপাতাল জ্বরে আক্রান্ত রোগীদের সকল সময়ের চিকিৎসা সেবাদানে প্রস্তুত রয়েছে। এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এ রোগটির প্রতিরোধ সম্পূর্ণ সচেতনতার বিষয়।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় যে ১৪ জন রোগী ভর্তি হয়েছে এর মধ্যে ১৩ জন রোগী ঢাকায় আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে ভর্তি হয়ছে। আর চাঁদপুরে আক্রান্ত হয়ে ১ জন মাত্র রোগী ভর্তি হয়েছে। বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ২৫ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এর মধ্যে ২১ জন পুরুষ ও ৪ জন মহিলা। আমরা তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
প্রতিবেদক- শরীফুল ইসলাম, ৩১ জুলাই ২০১৯