চাঁদপুর সদরের নিবন্ধিত জেলেদের বিকল্প আয় বর্ধনমূলক কাজের উপকরণ হিসেবে জেলেদের মধ্যে সোমবার (২৪ জুন) ছাগল বিতরণ করা হয়েছে। বৃহত্তর কুমিলা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় এ ছাগল বিতরণ করা হয়।
সোমবার (২৪ জুন ) সদুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রাঙ্গনে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ ছাগল বিতরণ করা হয়।
বিকল্প আয় বর্ধনমূলক কাজের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান নাজিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাসুদুল হাছান ।
বিকল্প আয় বর্ধনমূলক কাজের উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা । এতে সদরের ৭০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ১শ ৪০টি ছাগল বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় রাজরাজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান মো. হযরত আলী বেপারীসহ জেলা মৎসজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রতিবেদক : আনোয়ারুল হক
২৪ জুন ২০১৯