চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জামাল উদ্দিন (৩২) নামের এক যুবক শ্বশুর বাড়িতে মৃত্যুর ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। কারণ জানতে পুলিশ বৃহস্পতিবার (১৬ মে) মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
ময়মনসিংহ সদর উপজেলার গুদামঘর এলাকার কিতাব উদ্দিন এর ছেলে জামাল উদ্দিন। আট বছর পূর্বে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ বেপারীর মেয়ে শিরিন আক্তারকে বিয়ে করেন। তাদের দুই পুত্র সন্তান রয়েছে। বুধবার সন্ধ্যায় জামাল উদ্দিন শুশুর বাড়িতে আসলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তার স্ত্রী শিরিনা বেগম বলেন, আমাদের বাড়িতে আসার পর ঘরে প্রবেশের পর পরে বুকে ব্যথা বলে চিৎকার করে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জামাল উদ্দিন ভাই কামাল উদ্দিন ফরিদগঞ্জ থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করেন।
করেসপন্ডেন্ট
১৬ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur