শীর্ষ সংবাদ

মা ইলিশ রক্ষা অভিযানে পদ্মা-মেঘনায় ডিসি-এসপি

মা ইলিশ রক্ষার জন্য মেঘনা নদীতে চাঁদপুরে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের এর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার ১৪ অক্টোবর বিকাল ৪ টা থেকে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড থেকে অভিযান চালানো হয় ।

জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান,পুলিশ সুপার মাহবুবুর রহমান ও নৌ- পুলিশ সুপার মো.জমসের আলীর নেতৃত্বে ইলিশ প্রজনন রক্ষায় চাঁদপুর জেলা টাস্কফোর্সের এ অভিযান।

৪ টি টিম লঞ্চে, স্প্রীট বোটে ও ট্রলারে অবস্থান করে জেলা প্রশাসন,পুলিশ বিভাগ,জেলা মৎস্য কর্মকর্তা, নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা নদীতে টহল দেন। অভিযানে ১০ হাজার মিটার জাল, ২ মণ মাছ ও ২ জেলেকে আটক করে।

ইলিশ সীমানার বেশ কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে সাথে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী,সদর ইউএনও কানিজ ফাতেমা,নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান মানিক, চাঁদপুর নৌ-সদর থানার ওসি আবু তাহের খান, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মাসুদুল হাছান , মহিলা কমিশনার ফরিদা ইলিয়াস প্রমুখ।

পরে আটককৃত ২ জেলেদের ১ বছর করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও জাল পুড়ে দেয়া হয়। আগামি ৩১ অক্টোবর মেঘনা ও পদ্মাসহ বিভিন্ন নদীতে ২২ দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

আনোয়ারুল হক , ১৫ অক্টোবর ২০১৯

Share