চাঁদপুর

সরকারের নির্ধারিত মূল্যে ধান ক্রয় করবে চাঁদপুর খাদ্য বিভাগ : জেলা প্রশাসক

চাঁদপুরের জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান বলেছেন, সোনার বাংলা বিনির্মাণে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, সরকারের উন্নয়ন বিষয়ে মানুষ এখন জানতে চায়, তাদেরকে সব কিছু জানাতে হবে।

রোববার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্য বিভাগ কর্মকর্তাদের উদ্দ্যেশে জেলা প্রশাসক বলেন, সরকার কৃষকদেররকে অধিক মুনাফা দিয়ে (১০৪০টাকা) ধান ক্রয় করছে তার ব্যাপারে মাঠ পর্যায়ে কৃষকদের কাছে গিয়ে চাহিদা অনুসারে ক্রয় করে তাদের লাভবান করতে হবে।

জেলা প্রশাসক বলেন মতলব সেতু সংলগ্ন অবৈধ স্থাপনা অতি শীঘ্রই সরসরিয়ে ফেলতে হবে। অপশক্তিকে কোনভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। বাংলাদেশ উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আর তাই এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাই যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে আরে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপারে পদোন্নতি প্রাপ্ত) মো: মিজানুর রহমান, পৌরসভার মেয়র ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ প্রমুখ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জামাল হোসেন, সিভিল সার্জন মো: মাহবুবুর রহমান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

প্রতিবেদক- আনোয়ারুল হক
১৯ মে ২০১৯

Share