Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ পৌর এলাকায় দিনদুপুরে দুধর্ষ চুরি
dangerous-theft

ফরিদগঞ্জ পৌর এলাকায় দিনদুপুরে দুধর্ষ চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল এ সময় নগদ টাকাসহ মূল্যবান স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে গেছে।
বুধবার (১৯ জুন) দুপুরে ফরিদগঞ্জ পুলিশ স্টেশনের পশ্চিম পার্শ্বে রফিক পাটওয়ারীর চারতলা ভবনের প্রবাসীর বাসায় এ ঘটনা ঘটে।

ভাড়াটিয়া খাদিজা বেগমের দাবি, সকাল সাড়ে আটটায় বাসা থেকে বের হন। দুপুর আনুমানিক ১২ টায় বাসার নীচে আসতেই তার সহোদর বোনের ছেলে ইসা (১৫) ছুটে এসে জানায় তার বাসায় চুরি হয়েছে। ছুটে গিয়ে দেখেন, তার বাসার দরজা ও তিন কক্ষে তিনটি আলমিরার খোলা। চোরের দল তার আলমিরাতে থাকা ১০ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকাসহ একটি ডিএসএলআর ক্যামেরা, চারটি থ্রী পিস, ৯টি বডি লোশন, ফ্রেশ ওয়াশ, ক্রিম, এক কার্টুন সাবান, চারটি বেড শীট, গুড়া দুধের কৌটা লুটে নিয়েছে।

তিনি দাবি করেন, এই আলমিরার তালার চাবীটি আলমিরার উপর ছিলো। আলমিরার ওপর চাবিী আছে, এটা চোরের দল জানলো কিভাবে। এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

অন্যদিকে বোনের ছেলে ইসা বলে, বাসায় ঢোকার পথে নীচে দুই যুবকের সঙ্গে তার দেখা হয়েছে। তারা ওই বাসার ফটক দিয়ে বের হচ্ছিলো। এ সময় এক জনের কাঁধে তাদের ডিএসএলআর ক্যামেরার ব্যাগের মতোই একটি ব্যাগ দেখেছে ইসা। এসময় তাকে আটকানো হলো না কেনো। এমন প্রশ্নের উত্তরে ইসা বলেন, আমি বুঝতে পারিনি।

ভাড়াটিয়ার স্ত্রী খাদিজা বেগম বলেন, তার স্বামী মোঃ হানিফ গত কয়েক বছর ধরে প্রবাসে থাকেন। এ ব্যপারে থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে।

প্রতিবেদক- শিমুল হাছান
২০ জুন ২০১৯