চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১শত ৩০ কেজি মেয়াদউর্ত্তীণ খেজুর জব্দ সহ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মমতা আফরিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ- দেন।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এ অভিযানে , আটা ,ময়দা ও বিস্কিট সামগ্রী মেয়াদউর্ত্তীণ পাওয়ায় এ জরিমানা আদায় করা।
জরিমানা ও খেজুর জব্দের বিষয় নিশ্চিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরৌজ জানান আসন্ন রমজান উপলক্ষে উপজেলার বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে ইউ্ওনও জানান।
দির্ঘদিন যাবৎ খাদ্য সামগ্রীর দোকারগুলোতে ও হোটেলগুলোতে পণ্যের মান ও মূল্যে ব্যাপক অনিয়ম চলে আসছে।
ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur