ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) এর পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে বুধবার(১৩ মার্চ) বিকাল ৫ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন
কালিবাড়ি মোড় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন আহবায়ক রহিমা আক্তার কলি, এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ শাখার আহবায়ক সাদ্দাম মাহমুদ।
বক্তারা তাদের বক্তব্যে গত ১১ই মার্চ আয়োজিত ডাকসু নির্বাচনের ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির বিষয়াদি তুলে ধরেন।
বক্তারা বলেন, ১১ই মার্চের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কলঙ্কময় অধ্যায় সূচিত হলো। এর তীব্র নিন্দা জানিয়ে পুনঃতফসিলের দাবি জানান এবং এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। এর সাথে চাঁদপুর সরকারি কলেজসহ সারা দেশে কলেজ-বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।
করেসপন্ডেট
১৪ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur