কচুয়া

কচুয়ায় দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশ ইফতার মাহফিল

চাঁদপুরের কচুয়ায় দৈনিক যুগান্তর পত্রিকার স্বজন সমাবেশ গঠনের মাধ্যমে পাঠকদের সাথে পারস্পরিক সম্পর্ক তৈরী ও যুগান্তরের পাশে থেকে পত্রিকার পাঠক বৃদ্ধির আহবান জানিয়ে ‘দৈনিক যুগান্তর পত্রিকার স্বজন সমাবেশ কচুয়া উপজেলা শাখা গঠনের লক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভার আযোজন করা হয়।

সোমবার (১৩ মে) বিকালে কচুয়া পৌর এলাকার একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিলের আযোজন করা হয়।

দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির এর সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের কচুয়া উপজেলা প্রতিনিধি জিসান আহমেদ নান্নু’র সার্বিক আয়োজনে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সত্য ও বস্তু নিষ্ঠু সংবাদ পরিবেশনের মাধ্যমে যুগান্তর সাধারন মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। যে কোন পত্রিকা বা টেলিভিশন এলাকার সত্য ঘটনা তুলে ধরলে তাদের প্রচার সংখ্যা কিংবা প্রচারনা বৃদ্ধি পায়। যুগান্তর সেক্ষেত্রে সেই কাজটি করে যাচ্ছে। আমিও ব্যক্তিগত ভাবে যুগান্তর পছন্দ করে থাকি এবং নিয়মিত যুগান্তর পড়ার চেষ্টা করি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমম দে, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ, পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূইয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন বাটা, কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক মো. হাবিব উল্যাহ হাবিব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন ও মুক্তিযুদ্ধা আনোয়ার সিকদার প্রমুখ।

এসময় কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, বিশিষ্ট সমাজ সেবক মো. মিজানুর রহমান তালুকদার, কচুয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আমির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শান্তু ধর, সদস্য আবু সায়েম মৃধা, ইসমাইল হোসেন বিপ্লব, সাংবাদিক সাইফুল ইসলাম সুমনসহ বিভিন্ন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, মুক্তিযোদ্ধা, ডাক্তার, ব্যবসায়ী, পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দ্বিতীয় অধিবেশনে যুগান্তর স্বজন সমাবেশ কচুয়া উপজেলা শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, কচুয়া
১৩ মে ২০১৯

Share