Home / চাঁদপুর / চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাংলা মাধ্যমে ভর্তি শুরু
daffodil-international-college
ড্যাফোডিল স্বাউট দলের ছবি

চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাংলা মাধ্যমে ভর্তি শুরু

চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাংলা মাধ্যমে এইচএসসিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রেস বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বলা হয়েছে বর্তমানে এই প্রতিযোগিতা পূর্ণ বিশ্বে যোগ্য ও সুশিক্ষিত হয়ে গড়ে উঠার জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। চলতি বছর এসএসসি উত্তীর্ণদের জন্যে যুগোপযোগী সুবিধা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর ক্যাম্পাসে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।

প্রতিষ্ঠানটির EIIN কোড 134493 (Chandpur)

বৈশিষ্ট্যাবলি: প্রথম ব্যাচেই ঈর্ষণীয় সাফল্য। পাশের হার ৯৫.১২%, মাল্টিমিডিয়া ক্লাস, অভিজ্ঞ অধ্যক্ষ এবং একঝাঁক মেধাবী, পরিশ্রমী নিবেদিত প্রাণ শিক্ষকের সমন্বয়ে পরিচালিত, ছাত্র-ছাত্রীদের আলাদা পাঠদানের ব্যবস্থা, নিজস্ব ক্যাম্পাস, উন্নত যোগাযোগ, আধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞান গবেষণাগার, পাঠাগার ও ক্যান্টিনের ব্যবস্থা, উচ্চ শিক্ষায় ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে ২০% থেকে ১০০% পর্যন্ত বৃত্তি, আবেদনের ন্যূনতম যোগ্যতা (GPA): 🧚‍♀️বিজ্ঞান শাখা: ৪.০০, 🧚‍♀️ ব্যবসায় শিক্ষা শাখা: ৩.০০ 🧚‍♀️ মানবিক শাখা: ২.৫০

🎿যোগাযোগ: ১২২২/১১২৩, স্টেডিয়াম রোড, (ফায়ার সার্ভিসের বিপরীত পার্শ্বে), চাঁদপুর সদর, চাঁদপুর।
মোবাইল: ০১৭১৩৪৯৩০৯১, ০১৭১৩৪৯৩১০২, ০১৭১৩৪৯৩১০৫, ০১৭১৩৪৯৩০২৯.

বিজ্ঞাপন পোস্ট
১১ মে ২০১৯