চাঁদপুর

চাঁদপুরে ১ লাখ ৬৩ হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে জেলার নৌ-সামীনায় টাস্কফোর্স কর্তৃক জব্দকৃত ১লাখ ৬৩ হাজার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। পরে এসব কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

১৬ অক্টোবর বুধবার সকালে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৫ অক্টোবর) ৭টি অভিযান পরিচালনা করা হয়। ২টি মাছ ঘাট ও ৯টি বাজার পরিদর্শন করা হয়েছে। জব্দ হয়েছে ২৬২ কেজি মা ইলিশ। কারেন্টজাল জব্দ হয়েছে ১লাখ ৬৩ হাজার মিটার। যার আনুমানিক মূল্য ৩২লাখ ৬ হাজার টাকা। জেলে আটক হয়েছে ২জন। তাদেরকে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ বছর করে কারাদন্ড প্রদান করেছেন।

কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন- মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. হযরত প্রধানের ছেলে মো. আনু প্রধান (৬০) ও নেত্রকোনা জেলার কল্লাকান্দা ইউনিয়নের উত্তর বালি গাও গ্রামের মো. তাহেরের ছেলে মো. হাফিজুর রহমান (৪০)।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি বলেন, মা ইলিশ রক্ষায় জেলা ও উপজেলা টাস্কফোর্স দিন ও রাতে অভিযান অব্যাহত রেখেছেন। আইন অমান্যকারী জেলেদের পাওয়াগেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ম্টাফ করেসপন্ডেন্ট, ১৬ অক্টোবর ২০১৯

Share