Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে প্রতিবন্ধীর সাথে নিষ্ঠুরতা : দু’খড়ের গাদা পুড়ে ছাই
cruelty-with-disability

চাঁদপুরে প্রতিবন্ধীর সাথে নিষ্ঠুরতা : দু’খড়ের গাদা পুড়ে ছাই

ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবন্ধী বৃদ্ধ আমির হোসেন মোল্লার দুটি খড়ের গাদায় আগুনে পুড়িয়ে ছাই করেছে প্রতিপক্ষের লোকজন। গত ২৯ মে বুধবার রাত ২ টায় চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের পূর্ব গুলিশা গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। অসহায় প্রতিবন্ধী আমির হোসেন ওই বাড়ির মৃত গণি মোল্লার ছেলে।

ভুক্তভোগী প্রতিবন্ধী আমির হোসেন মোল্লা জানায়, সে বহুবছর আগে বিদেশে ছিলেন। বিদেশ থেকে তিনি দেশে ফিরার পর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রতিবন্ধী হয়ে পড়েন। এদিকে একই বাড়ির কাশিম মোল্লার ছেলে মনির মোল্লার সাথে তাদের পোনে ৬ শতাংস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সে যখন বিদেশে ছিলো সেই সুযোগে মনির মোল্লা তার জমি দখল করে সেখানে দোকান ঘর নির্মাণ করেন।

তিনি জানান ঘটনার দু, একদিন আগেও মনির হোসেন মোল্লা একই ভাবে প্রতিবন্ধী আমির মোল্লার জমিতে ঘর নির্মান করতে গেলে তিনি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিতে চাঁদপুর পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলে, পুলিশ সুপার চাঁদপুর মডেল থানায় বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেন।

পরে গত ২৮ মে মঙ্গলবার সকালে থানার এস আই কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে মনির মোল্লার ঘরের কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু মনির মোল্লা পুলিশের সে নিষেধ অমান্য করে জোর পূর্বক তার ঘরের নির্মান কাজ চালিয়ে যান। এসময় প্রতিবন্ধী আমির হোসেন মোল্লা ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে মনির মোল্লা তার ভাই সাদ্দাম মোল্লাসহ তাদের সহযোগীরা অর্তকিত হামলা চালিয়ে প্রতিবন্ধী পরিবারের সদস্যদের গুরুতর জখম কলে।

বাড়ির অন্যান্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যান।

তাদের অভিযোগ এ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে মনির মোল্লা ও তার লোকজন তাদের দুটি খড়ের পাড়ায় আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় ৩০ মে চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে মনির মোল্লার পরিবারের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তারা কোন প্রকার বক্তব্য দিতে রাজি হয়নি। একঘন্টা পরে তাদের মতামত জানাবেন বলে লাইন কেটে দেন।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
৩০ মে ২০১৯