ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্পের ভেতরে ঘাস খাওয়া ও ফসলাদি নষ্টের অভিযোগে একটি গরুকে আটক করে থানায় দিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। শনিবার বিকেলে আটককৃত গরুটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি আতিকুর রহমান।
গরুটিকে ফেরত পেতে মালিক মরিয়ম বেগম থানায় দিনভর ধরনা দিয়েও কোনো সুরাহা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
তিনি আরো বলেন, একটি পশুর যদি জ্ঞান শক্তি থাকতো তাহলে কি আর অন্যখানে গিয়ে ঘাস ও ফসল নষ্ট করত। আমি বারবার অনুরোধ করার পরেও বিজিবি আমার কথা শুনেনি। তারা আমার কাছে ক্ষতিপূরনের জন্য মোটা অংকের টাকা চায়। আমি ওত টাকা না দিতে পারায় বিজিবির এক সদস্যের পা পর্যন্ত ধরেছি কিন্তু অবশেষে গরুটিকে থানায় দেয় তারা। এখন থানা পুলিশ গরুটিকে ছাড়ছে না। এখন কিভাবে গরু টিকে ফেরত পাবো তার কোনো প্রকার উপায় খুঁজে পাচ্ছি না।
ঠাকুরগাঁও ৫০ বিজিরির অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, আমি বিষয়টি অবগত নয়, বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
ঠাকুরগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, বিজিবি কর্তৃপক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে গরুটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিজিবি কর্তৃপক্ষ যদি অভিযোগ তুলে নেয় তাহলে গরুটিকে ফেরত দেয়া হবে। (ইত্তেফাক)
বার্তা কক্ষ
৬ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur