চাঁদপুর

চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে মেঘনা সেতু নির্মাণ হবে

পানি সম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এএম এনামুল হক শামীম বলেছেন,‘চাঁদপুর-শরীয়তপুরের মধ্যে সেতুন বন্ধন সৃষ্টির জন্য ২০২০ সালে পদ্মা সেতু নির্মাণ শেষ হওয়ার পরে মেঘনা সেতু নির্মাণ হবে। তখন আর শরীয়তপুরের সখিপুর থেকে বিয়ের বাজার করার জন্য ওই পাড়ের লোকদেরকে ট্রলারে করে আসতে হবে না।’

সোমবার (৫ আগস্ট) সকাল ১০ টায় চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরাণ বাজার অংশে হরিসভা মন্দির এলাকায় ভাঙন পরিদর্শন শেষে হরিসভা মন্দির উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,‘নদীর কারণে আমাদের দুই জেলা আলাদা হলেও আমি আপনাদেরই সন্তান। এখান থেকে আমার বাড়ী দেখা যায়। আমাদের এলাকার অনেক ছেলে-মেয়ে চাঁদপুরে এসে স্কুল কলেজে পড়া-লেখা করে। এখানে সখিপুরের অনেক লোক আছে যারা ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। অনেকে দিনের বেলায় সখিপুর থাকলেও বাসাবাড়ি চাঁদপুরে থাকায় রাতে এসে চাঁদপুরে থাকেন। সব মিলিয়ে চাঁদপুরের সাথে শরীয়তপুরের যোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ।’

মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করবো। বর্তমান সরকার আগামী যে ৫ বছর ক্ষমতায় থাকবেন। এ মেয়াদেই মেঘনা সেতু নির্মাণ করার জন্য চেষ্টা থাকবে। আপনারা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি এ দেশের ক্ষমতায় থাকলে আমরা নিরাপদে থাকি। যে কথা আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মদীর মুখ থেকেও শুনেছি।

বার্তা কক্ষ
১১ সেপ্টেম্বর ২০১৯

Share