চাঁদপুর

উদ্বোধনের অপেক্ষায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁদপুরে নান্দনিক গণ গ্রন্থগার

চাঁদপুরে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ও নান্দনিক জেলা গণ গ্রন্থগার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। গ্রন্থগার অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ছয় জেলা পাবলিক লাইব্রেরি ভবন নির্মাণ প্রকল্প’র অধীন চাঁদপুর জেলা সরকারি গণ গ্রন্থগার ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। যা এখন ঠিকাদার গণপূর্ত বিভাগকে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।

চাঁদপুরÑহাইমচর আসনের এমপি ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি ১ নভেম্বর ২০১৮ এর উদ্বোধন করেন।এটি সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর সদরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বে বিটি সড়কের পাশে . ২২ শত্যাংশ ভূমির ওপর ৬ তলা ভীতে এটি নির্মাণ হয়েছে। চাঁদপুর গণ পূর্ত বিভাগ এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। দ্বিতীয় পর্যায়ে ৬ তলা ভবনে এটি রূপলাভ করবে।

চাঁদপুর গণ পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.মাহবুবুর রহমান বৃহস্পতিবার (১ আগস্ট) চাঁদপুর টাইমসকে বিষয়টি জানিয়েছেন।

প্রাপ্ত তথ্য মতে ,দেশের গণগ্রন্থগার অধিদপ্তরের বাস্তবায়নাধীন‘ছয় জেলা পাবলিক লাইব্রেরি ভবন নির্মাণ প্রকল্প’র অধীন চাঁদপুর জেলা সরকারি গণ গ্রন্থগার ভবনটি অত্যাধুনিক জেলা গণ গ্রন্থগার হিসেবে পরিচিতি লাভ করবে। ত্রি-তল ভীতে এ সরকারি গণ গ্রন্থগার ভবনটিতে আধুনিক সকল প্রকার সুযোগ-সুবিধা থাকবে।

এ সব সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে-সাধারণ গ্রন্থগার,অনার্স-মাস্টারর্স শিক্ষার্থীদের জন্যে ই-গ্রন্থগার,ই-গ্রন্থগারের জন্যে পর্যাপ্ত ল্যাপটপ ও আসবাবপত্র, শিশুদের পড়ার সু-ব্যবস্থা, প্রতিবন্ধীদের র‌্যামওয়ে,৩ শ’আসন বিশিষ্ট অডিটরিয়াম ও মঞ্চ,ভ্রাম্যমাণ লাইব্রেরি ও অতিক্ষমতাসম্পন্ন ফ্রি-ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা,প্রয়োজনীয় সংখ্যক গ্রন্থ, জাতীয়-স্থানীয় দৈনিক বাংলা ও ইংরেজি সংবাদপত্র, বিভিন্ন প্রকার সাময়িকী ও জার্ণাল ইত্যাদি।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.মাহাবুবুর রহমান চাঁদপুর টাইমসকে বলেন,‘প্রথম পর্যায়ের ৬টি অত্যাধুনিক জেলা পাবলিক লাইব্রেরির মধ্যে চাঁদপুরের একটি। এ লাইব্রেরি থেকে জ্ঞানপিপাষূগণ নিয়মিত আধূনিক সেবা পাবেন। অনার্স-মাস্টারর্স শিক্ষার্থীদের জন্যে ই-গ্রন্থগার ও ই-গ্রন্থগারের জন্যে পর্যাপ্ত ল্যাপটপের মাধ্যমে দেশ-বিদেশের যে কোনো বিষয় জানতে পারেবে। ফ্রি-ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে পাঠকগণ বই,সংবাদপত্র, বিদেশি জার্ণাল ও সাময়িকী পড়ার সেবা পাবেন।’

তিনি আরো বলেন,‘২৫০ থেকে ৩ শ আসন বিশিষ্ট যে অডিটরিয়ামটি রয়েছে তা সরকারি ও বেসরকারি যে কোনো সভা বা আলোচনা বা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সুযোগ পাবে। প্রতিবন্ধীগণও জ্ঞান অর্জন ও ই-লাইব্রেরির সুযোগ পাবে।’

দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী মো.আলী নূর জানান, ২০১৮-২০১৯ অর্থবছরের ডিসেম্বরেই এর কাজ শেষ হলেও বিদ্যুৎ সংযোগ ও ব্যবহার উপযোগী সামান্য কাজ বাকি রয়েছে । তা শেষ হলেই গণপূর্ত বিভাগকে হস্তান্তর করবে।এটির কার্যক্রম শুরু হলে বর্তমান প্রজম্মের শিক্ষার্থীদের জন্যে জ্ঞান অর্জনের পথ সুগম হবে। বর্হি:বিশ্বের অনেক কিছুই তারা এ লাইব্রেরির বই পড়ে জানতে পারবে। এখান থেকে ভ্রাম্যমাণ লাইব্রেরিও পরিচালিত হবে।

আবদুল গনি
১ আগস্ট ২০১৯

ডিএইচ

Share