Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / প্রেসক্লাব ফরিদগঞ্জের সাংবাদিকদের নবাগত ওসির মতবিনিময়
communication-with-the-new-police-officer

প্রেসক্লাব ফরিদগঞ্জের সাংবাদিকদের নবাগত ওসির মতবিনিময়

চাঁদপুরের ফরিদগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রকিব। রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় ওসির কক্ষে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নবাগত অফিসার ইনচার্জ মো. আব্দুর রকিব তার বক্তব্যে বলেন, বৃহৎ এই শান্তিপ্রিয় ফরিদগঞ্জ উপজেলার আইন শৃংখলা রক্ষাসহ বিভিন্ন অপরাধ দমনের স্বার্থে প্রতিটি সংবাদকর্মী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। বিশেষ করে মাদক প্রতিরোধেকল্পে পুলিশ জিরো ট্রলারেন্সে থেকে জনস্বার্থে কাজ করবে। মাদকের সাথে কোন আপোস নেই।

এ ছাড়াও এলাকায় বিশেষ করে গৃহস্তের পালিত গরু চুরি রোধসহ বিভিন্ন অপরাধ দমনকল্পে জনস্বার্থে পুলিশ তার বিভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে আছে এবং পুলিশী তৎপরতা আরো বৃদ্ধি করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

অপরদিকে, জনসাধারণ যেনো থানা পুলিশের সহযোগিতা চেয়ে কোন ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রেসক্লাব ফরিদগঞ্জের নেতৃবৃন্দ বলেন, চুরি-ডাকাতি, চিনতাই, ইভটিজিং, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিকদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি প্রভাষক মো. মহিউদ্দিন, ডেইলী অবজারভার প্রতিনিধি ও প্রেসক্লাব ফরিদগঞ্জের সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগ, সাংবাদিক এমকে মানিক পাঠান, এস এম মিজানুর রহমান, দেলোয়ার হোসেন বেলাল, মাছুম তালুকদার, মো. শফিকুর রহমান, মো. শিমুল হাছান, আবুল হাসনাত, মো. মনির হোসেন, মো. মমিন হোসেন প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, ফরিদগঞ্জ
৩১ মার্চ, ২০১৯