Home / চাঁদপুর / চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে মাসব্যাপি বাণিজ্য মেলা উদ্বোধনে শিক্ষামন্ত্রী
commercial-fair-in-chandpur

চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে মাসব্যাপি বাণিজ্য মেলা উদ্বোধনে শিক্ষামন্ত্রী

চাঁদপুরে পৌর ঈদগাহ মাঠে মাসব্যাপি জামদানী শিল্প বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ৬ জুলাই শনিবার উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকতা কানিজ ফাতেমা, সদর উপজেলা ছাত্রীলীগের সভাপতি এবিএম রেদোয়ান, পৌর ছাত্রীলীগের সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী প্রমুখ।

মেলায় আয়োজক কমিটির প্রতিনিধি আব্দুর রহমান সোহাগ ও মো. শিপন জানিয়েছেন, জামদানী এসোসিয়েশন ইন্ডাস্ট্রির আয়োজনে দেশের বিভিন্ন জেলায় তারা এই মেলা আয়োজন করে থাকেন। তারই অংশ হিসেবে ইলিশের শহর নামে খ্যাত চাঁদপুরের মেলার আয়োজন করা হয়েছে।

এবারের মেলায় দেশীয় গার্মেটস পণ্য, দেশী শাড়ি, খেলনা, কসমেটিকস সহ বিভিন্ন পন্যের ৫৯টি দোকান স্থান পাবে। এছাড়াও মেলার সোন্দর্য বৃদ্ধিতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা, রং-বেরংয়ের বৈদ্যুতিক বাতি লাগানো হবে। মেলা মাঠের ভেতরে শিশুদের জন্যে ইলেক্টিক ট্রেন, ঘোড়া ও নৌকা স্থাপন করা হবে।

মেলায় প্রবেশ ফির মূল্য থাকবে ১০ টাকা। প্রবেশ ফিতে কুপন নাম্বার থাকবে মেলার শেষে দিন ড্র করে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।

প্রতিবেদক- আশিক বিন রহিম
৬ জুলাই ২০১৯