সারাদেশ

কুমিল্লায় এনজিও মেলার উদ্বোধন

কুমিল্লায় এনজিওসমূহের কর্মকাণ্ড প্রদর্শনের লক্ষ্যে শুরু হয়েছে তিন দিন ব্যাপি এনজিও মেলা। এনজিও সমাজ এর আয়োজনে শনিবার(৯ মার্চ) বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাউদ্দিন বাহার।

মেলা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ঊক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড.এম মিজানুর রহমান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহিন ইমন, নারী নেত্রী পাপড়ি বসু, এনজিও সমাজ সভাপতি রোকেয়া বেগম শেফালী, সাধারন সম্পাদক আব্দুল মালেক সহ অন্যান্যরা।

এনজিও সমাজ সভাপতি রোকেয়া বেগম শেফালী জানান, জেলায় এনজিওসমূহের সঙ্গে সম্পৃক্ত উপকারভোগীদের উৎপাদিত পণ্য ও সেবা জনগণের কাছে প্রদর্শনের লক্ষে প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়।

আলোচনা শেষে মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন অতিথিরা। কুমিল্লার নারী উদ্যোক্তা, মহিলা সমিতি, নারী উন্নয়ন সমিতির প্রায় ৬২ টি এনজিও মেলায় অংশ নিচ্ছে। নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পন্য সামগ্রী বুটিকস, তাঁত, জামা কাপড় ক্রোকারিজ, মাটির তৈরি পন্য সামগ্রী ও উৎপাদিত খাদ্য সামগ্রী নিয়ে মেলায় অংশ নিয়েছে প্রতিষ্ঠানগুলো। মেলা চলবে আগামি সোমবার পর্যন্ত।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল
৯ মার্চ,২০১৯

Share